খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

প্রাইম ব্যাংক ইয়ং টাইগার ন্যাশনাল স্কুল ক্রিকেট

গাজী মেমোরিয়াল স্কুল খুলনা ও যশোর কলিজিয়েট স্কুলের জয়লাভ

ক্রীড়া প্রতিবেদক |
১২:৫০ এ.এম | ২৫ মে ২০২৩


প্রাইম ব্যাংক ইয়ং টাইগার ন্যাশনাল স্কুল ক্রিকেটে গাজী মেমোরিয়াল স্কুল খুলনা ও যশোর কলিজিয়েট স্কুল নিজ নিজ খেলায় জয় পেয়েছে। গতকাল সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গাজী মেমোরিয়াল স্কুল খুলনা ১০৮ রানের বড় ব্যবধানে মাগুড়া কলিজিয়েট স্কুলের বিরুদ্ধে জয় পেয়েছে। অপর দিকে আদর্শ হাই স্কুল চুয়াডাঙ্গার বিপক্ষে যশোর কলেজিয়েট স্কুল টসের মাধ্যমে জয় পায়।
গতকাল সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গাজী মেমোরিয়াল স্কুলের অধিনায়ক এস এম সাজ্জাদুর রহমান টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিন্ধান্ত গ্রহণ করেন। ব্যাট হাতে তারা ১৯.৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাকিবুল ইসলাম সিয়াম সর্বোচ্চ ২৭ রান করেন। এছাড়া জাহিদ গাজী হাসিব ১৮ এবং আবীর হোসেন মাহিব ও আরিফুল ইসলাম রিজভী ১৪ রান করে করেন। মাগুড়া কলিজিয়েট স্কুলের পক্ষে মো: ফাহিম হোসাইন ও আল হাসান লিমন ৩টি করে উইকেট লাভ করেন। 
জয়ের জন্য ১৪০ রানের লক্ষে খেলতে নেমে মাগুড়া কলিজিয়েট স্কুলের সবাই ১১.২ ওভারে মাত্র ৩১ রানেই গুড়িয়ে যায়। খুলনার পক্ষে আরিফুল ইসলাম রিজভী ৪টি ও রাকিবুল ইসলাম ৩টি উইকেট দখল করে দলের জয়ের জন্য বড় ভূমিকা পালন করেন।
 

্রিন্ট

আরও সংবদ