খুলনা | শনিবার | ১০ জুন ২০২৩ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

এইচপির দল ঘোষণায় চমক

ক্রীড়া প্রতিবেদক |
১২:৫৬ এ.এম | ২৫ মে ২০২৩


ইমার্জিং এশিয়া কাপকে সামনে রেখে হাই পারফরমেন্স (এইচপি) দল ঘোষণা করেছে বিসিবি। বেশ চমক আছে ২৫ সদস্যের ঘোষিত এই দলে। জাতীয় দলে খেলা তিন ক্রিকেটারের সাথে আছেন অনেক নতুন মুখ। গতকাল বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে এইচপির কার্যক্রম। ২৪ মে থেকে ৩১মে পর্যন্ত এখানেই চলবে এই দলের ফিটনেস ক্যাম্প। ১-৮ জুন রাজশাহী ও সবশেষ ৯-২৬ জুন বগুড়াতে গড়াবে অনুশীলন ক্যাম্প। যার দেখভালের দায়িত্বে থাকবেন ডেভিড হেম্প। জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে ইমার্জিং এশিয়া কাপ। দুই বছরের জন্য বিসিবির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন হ্যাম্প। প্রধান কোচের পাশাপাশি ব্যাটিং কোচ হিসেবে থাকবেন তিনি। এর আগে পাকিস্তান জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন হ্যাম্প। এদিকে ২৫ সদস্যের ঘোষিত দলে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা মোটে চারজনের। তারা হলেন শামিম পাটেয়ারী, মাহমুদুল হাসান জয়, পারভেজ ইমন ও সদ্য আয়ারল্যান্ড সিরিজ খেলে আসা মৃত্যুঞ্জয় চৌধুরী। দলে অপরিচিত মুখের সংখ্যা বেশ ভারী। অবশ্য অনেকেই আছেন যারা ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে পরিচিত। তবে সবচেয়ে পরিচিত নামটা হলো আকবর আলি। বাংলাদেশের অনুর্ধ্ব ১৯ শিরোপা জয়ী দলের অধিনায়ক ছিলেন তিনি।
এইচপি স্কোয়াড : ব্যাটার : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, আইচ মোল­াহ, অমিত হাসান, প্রান্তিক নওরোজ নাবিল এবং আব্দুল­াহ আল মামুন। স্পিনার : রাকিবুল হাসান, হাসান মুরাদ, রিশাদ হোসেন, আরিদুল ইসলাম আকাশ, নাঈম আহমেদ, টিপু সুলতান, নাইম হোসেন সাকিব। পেসার : নাহিদ রানা, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, মুশফিক হাসান, রিপন মন্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আসাদুল­াহ আল গালিব। উইকেটকিপার : আকবর আলী এবং প্রীতম কুমার।
 

প্রিন্ট

আরও সংবাদ