খুলনা | শনিবার | ১০ জুন ২০২৩ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

নগরীর বৈকালীতে নির্মাণাধীন বহুল ভবন থেকে পড়ে শ্রমিক নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক |
০২:০২ এ.এম | ২৫ মে ২০২৩


নগরীর বৈকালী মোড়স্থ নির্মাণাধীন ২৯ তলা ভবনের ১০তলা থেকে পড়ে একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। অপর একজন শ্রমিক গুরুতর আহত হন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক হলেন, নীলফামারীর জলঢাকা উপজেলার নেকবক্তা গ্রামের মোঃ মোংলু মাহামুদের ছেলে নুর আলম। আহত শ্রমিক দুলাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্রে জানা গেছে, বৈকালী মোড়স্থ নির্মাণাধীন ২৯ তলা ভবনের ১০ তলায় কাজ করছিলেন শ্রমিকরা। দুর্ঘটনাবশত মাচা ভেঙে নুরে আলম ও দুলাল বিল্ডিংয়ের নিচে পড়ে যান। এ সময়ে নুর আলম কোমর ও বুকে গুরুতর আঘাত পান। অপর শ্রমিক দুলাল মাথায় গুরুতর আঘাত পান। পড়তে দেখে অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুরে আলমকে মৃত ঘোষণা করেন। অপর শ্রমিক দুলাল গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি রয়েছে। প্রয়োজনী আইনী প্রক্রিয়া শেষে নুর আলমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

প্রিন্ট

আরও সংবাদ