খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

শিরোমনি প্রিমিয়ার লীগ টি-২০ ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:৪৬ এ.এম | ২৮ মে ২০২৩


যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এমপি। লেখাপড়াকে অগ্রাধিকার দিয়ে খেলাধুলায় মনোযোগী হওয়ার কথাও উলে­খ করেন তিনি। তাই যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসারও আহŸান জানান তিনি। 
গতকাল শনিবার দুপুরে খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের মাঠে শিরোমনি প্রিমিয়ার লীগ টি-২০ ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন। শিরোমনি ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি মোঃ ফারহান অভির সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় নারায়ণ চন্দ্র চন্দ বলেন, যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। 
আগে সকাল ১০টায় খেলার উদ্বোধন করেন খানজাহান আলী থানা আ’লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম এ দাউদ, খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান। শিরোমনি ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুরাদ মলি­ক সনির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ফারজানা ফেরদৌসি নিশা। সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গির হোসেন, শেখ ইকবাল হোসেন, সৈয়দ কিসমত আলী, খ ম লিয়াকত আলী, এড. শাহারা ইরানী পিয়া, গাজী সুমন হোসেন, মোঃ মাহমুদ হাসান, ইউপি সদস্য নবিরুল ইসলাম রাজা, খান মোস্তাক আহম্মেদ। ফাইনাল খেলায় প্রগতি যুব পর্ষদ ও লিটন স্মৃৃতি সংসদ অংশগ্রহণ করে। বৃষ্টির কারণে উভয়দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। খেলা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

্রিন্ট

আরও সংবদ