খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে গাজী মেমোরিয়াল স্কুল খুলনার বড় জয়

ক্রীড়া প্রতিবেদক |
১২:০০ এ.এম | ৩০ মে ২০২৩


প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা গাজী মেমোরিয়াল স্কুল খুলনা বড় জয় পেয়েছে। গতকাল খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা যশোর কালেক্টরেট স্কুলকে ৭৪ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে।
গাজী মেমোরিয়াল স্কুল খুলনার অধিনায়ক আনোয়ার হোসেন টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেন। ব্যাট হাতে তারা ৪২.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করতে সমর্থ হয়। দলের পক্ষে রাকিবুল ইসলাম সর্বোচ্চ ৩৪ রান সংগ্রহ করেন। যশোর কালেক্টরেট স্কুলের পক্ষে তারিক সামি ৪টি উইকেট দখল করেন। 
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষে খেলতে নেমে যশোর কালেক্টরেট স্কুলের ইনিংস ২৩.৪ ওভারে মাত্র ৪১ রানে গুড়িয়ে গেলে গাজী মেমোরিয়াল স্কুল খুলনা দল ৭৪ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। দলের পক্ষে কোন ব্যাটারই দুই অংকের কোঠা পার করতে পারেননি। তবে সর্বোচ্চ ১০ রান আসে অতিরিক্তের খাতা থেকে। খুলনার পক্ষে দলীয় অধিনায়ক আনোয়ার হোসেন ৫টি উইকেট দখল করেন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন সৈয়দ নাজমুল আহসান ও মাজহারুর ইসলাম শাহিন। স্কোরার ছিলেন রফিকুজ্জামান লাভলু।

 

্রিন্ট

আরও সংবদ