খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

শহিদ জিয়ার ৪২তম শাহাদাৎবার্ষিকী আজ, নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক |
০১:০১ এ.এম | ৩০ মে ২০২৩


বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিবাগত রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সৈনিকের হাতে তিনি শাহাদাৎবরণ করেন। সেই থেকেই তার প্রতিষ্ঠিত দল বিএনপি দিবসটিকে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী হিসেবে পালন করে আসছে। সমগ্র দেশবাসীও এই দিনটিকে শাহাদাৎ দিবস হিসেবে স্মরণ করেন। 
প্রতিবছরই দিবসটি উপলক্ষে তাঁর মাজারে পুষ্পার্ঘ অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া-মোনাজাতে অংশ নেন দলটির বিপুল সংখ্যক নেতা-কর্মী। অনুষ্ঠিত হয় আলোচনা সভা, থাকে কয়েক দিনব্যাপী কর্মসূচি। এতে জিয়াউর রহমানের কর্মময় বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরে আলোচনা করেন শিক্ষক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শহিদ জিয়ার সহচরসহ দলের সিনিয়র নেতারা। 
প্রতিবছর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ঢাকায় রান্না করা খাবার বিতরণ করা হতো। এবার রান্না করা খাবারের পরিবর্তে দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী, বস্ত্র বিতরণ ও আর্থিক সহযোগিতা করবে বিএনপি।
কর্মসূচি: বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি।
জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক পোস্টার প্রকাশ করা হয়েছে এবং ৩০ মে বিভিন্ন সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশিত হবে।
নগর বিএনপি : শাহাদাৎবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ৫ দিনের কর্মসূচি গ্রহণ করেছে মহানগর বিএনপি। আজ মঙ্গলবার সকাল ১০টায় নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মিলাদ মহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ, জোহর বাদ থেকে দিনব্যাপী বিভিন্ন ওয়ার্ডে দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নগর বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ নগরীর ৩১নং ওয়ার্ডের একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
জেলা বিএনপি : নগর বিএনপি’র সাথে যৌথভাবে কর্মসূচি সফলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। এছাড়া স্ব স্ব পৌরসভা ও উপজেলা পর্যায়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। এর মধ্যে দলীয়  কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ, এই মহান নেতার কর্মময় জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তাছাড়া দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

্রিন্ট

আরও সংবদ