খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

স্বর্ণের বার আনায় কড়াকড়ি: কমছে পরিমাণ, বাড়ছে শুল্ক

খবর প্রতিবেদন |
০৫:০১ পি.এম | ০১ জুন ২০২৩


২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে স্বর্ণের বার আনতে ব্যাগেজ রুলে বড় ধরনের সংশোধন আনা হয়েছে।

আগে একজন যাত্রী ২৩৪ গ্রাম স্বর্ণের বার আনতে পারলেও, বর্তমানে তা কমিয়ে ১১৭ গ্রামে নামানো হয়েছে। সেই সঙ্গে শুল্কের পরিমাণ প্রায় দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট বক্তব্যে এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, ‘আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ রুল সংশোধন করে স্বর্ণের বার আনার ক্ষেত্রে ভরি প্রতি (প্রতি ১১ দশমিক ৬৬৪ গ্রাম) শুল্ক ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা করার প্রস্তাব করছি।’

তিনি আরও বলেন, ‘কেউ যদি অতিরিক্ত স্বর্ণের বার আনেন সে ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট শাস্তির বিধান নেই, তাই স্বর্ণবার বাজেয়াপ্ত করার প্রস্তাব করছি।’

 

্রিন্ট

আরও সংবদ