খুলনা | সোমবার | ১২ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর সেই লাইনে ট্রেন চলাচল শুরু

খবর প্রতিবেদন |
১২:২৩ পি.এম | ০৫ জুন ২০২৩


ভারতের ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ৫১ ঘণ্টা পরে প্রথম ট্রেন চলল বাহানগা রেল স্টেশনের লাইনে। রোববার (৪ জুন) স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে ডাউন লাইনে একটি মালবাহী ট্রেন পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করে। এরপর স্থানীয় সময় রাত ১১টা ৩৯ মিনিটে চালানো হয় আরও একটি মালগাড়ি। আপ লাইনে প্রথম ট্রেনটি চালানো হয় স্থানীয় সময় রাত ১২টা ৫ মিনিটে।

ওই সময় ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবসহ একাধিক কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। কোনোরকম সমস্যা ছাড়াই ডাউন লাইন দিয়ে ওই মালবাহী ট্রেন যাওয়ার পর মালবাহী ট্রেনের উদ্দেশে হাত নাড়েন রেলমন্ত্রী। ওই সময় আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকেও ধন্যবাদ জানাতে দেখা যায় তাকে।

রেলমন্ত্রী বলেন, ‘ঘটনার পর প্রধানমন্ত্রী এখানে এসে উৎসাহ দিয়ে গিয়েছেন কর্মীদের কাজে গতি বাড়ানোর। ৫১ ঘণ্টার চেষ্টায় লাইন মেরামত করে আপ ডাউন লাইনে তিনটে মালগাড়ি চালানো হয়েছে। আজ (সোমবার) ৭টি গাড়ি চালানোর পরিকল্পনা রয়েছে।’

তিনি বলেন, সবাই খুব ভালো কাজ করেছেন। পুরো টিম খুব ভালো কাজ করেছে। যা হয়েছে, সেজন্য আমরা দুঃখিত। যারা পরিজনদের হারিয়েছেন, তাদের জন্য শোকাহত আমরা। কিন্তু আমাদের দুর্ঘটনার মূল কারণে পৌঁছাতে হবে। দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে। আপনাদের সবাইকে অভিনন্দন। যে দ্রুততার সঙ্গে আপনারা কাজ করেছেন, সেজন্য পুরো টিমকে ধন্যবাদ।

এর আগে, শুক্রবার (২ জুন) সন্ধ্যায় ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশা রাজ্যে করমণ্ডল যাত্রীবাহী ট্রেন একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দেয় এবং একই সময় যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট আরেকটি ট্রেন লাইনচ্যুত কোচগুলোর সাথে ধাক্কা খায়। তিন ট্রেনের ভয়ঙ্কর সংঘর্ষে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর শনিবার (৩ জুন) দুপুর থেকে লাইনের কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। প্রায় এক হাজার শ্রমিক কাজ করে রোববার (৪ জুন) সকালে প্রথমে ডাউন লাইন ঠিক করে। তারপর সন্ধ্যার দিকে আপ লাইনও ঠিক করা হয়। এরপর স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে ডাউন লাইনে মালবাহী ট্রেন চালিয়ে ট্রায়াল দেওয়া হয়।

এই ঘটনায় নিহত হয়েছেন প্রায় ৩০০ জন এবং আহত হয়েছেন ১১০০ এর বেশি মানুষ।
 

্রিন্ট

আরও সংবদ