খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

১০ মিনিটেই শেষ মেসিদের ‘দামি’ টিকিট

ক্রীড়া প্রতিবেদক |
১০:৫৫ এ.এম | ০৬ জুন ২০২৩


আর্জেন্টিনার ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের কেমন আগ্রহ, তা আর নতুন করে না বললেও চলছে। টিকিটের দাম বেশি হলেও বেশির ভাগ সময় বিক্রি হয়ে যায় খুব দ্রুতই। এবার আর্জেন্টিনার এক প্রীতি ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে ১০ মিনিটেই।

১৫ জুন বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া। প্রীতি ম্যাচের ভেন্যু ওয়ার্কার্স স্টেডিয়ামের ধারণক্ষমতা ৬৮ হাজার। গতকাল প্রথম দফায় টিকিট ছাড়া হয়েছে এই ম্যাচের। আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, বেইজিংয়ে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট ১০ মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেছে। যদিও কত টিকিট ছাড়া হয়েছে, সেই সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি। টিকিটের সর্বনিম্ন দাম ৮২ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৮ হাজার ৮০০ টাকা এবং সর্বোচ্চ দাম ৬৮০ ডলার (বাংলাদেশি ৭২ হাজার ৭৮৩ টাকা)। আগামী ৮ জুন দ্বিতীয় দফায় ছাড়া হবে এই ম্যাচের টিকিট।

এক বিবৃতিতে আয়োজক কমিটি গত শুক্রবার টিকিটের দাম ঘোষণা করেছিল। চীনা ইউয়েন মুদ্রায় সর্বনিম্ন ৫৮০ ও সর্বোচ্চ ৪ হাজার ৮০০। তখন টিকিটের দাম নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ওয়েবো নামের এক টুইটার অ্যাকাউন্ট থেকে সংগঠকদের অফিসিয়াল অ্যাকাউন্টে মন্তব্য করেছেন, ‘আমি আপনাদের বিপক্ষে ডাকাতির মামলা করব।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘৪ হাজর ৮০০-এর জন্য মেসি কি তাঁর ঘাড়ে করে আমাদের নিয়ে যাবেন যখন তিনি খেলবেন।’

এর আগে ২০২২ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েছিল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। আর্জেন্টাইনদের হয়ে একটি করে গোল করেছেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। আর অস্ট্রেলিয়ার গোলটা এসেছে এনজো ফার্নান্দেজের আত্মঘাতী গোলে। শেষ পর্যন্ত কাতার বিশ্বকাটে জিতেছিল আর্জেন্টিনা। যা ছিল আকাশী-নীলদের ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা।
 

্রিন্ট

আরও সংবদ