খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়ন্স লিগে নিষিদ্ধ হতে পারে বার্সেলোনা

ক্রীড়া প্রতিবেদক |
১০:৫৮ এ.এম | ০৬ জুন ২০২৩


গত ফেব্রুয়ারী মাসে গুরুতর অভিযোগ আসে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে। স্পেনের রেফারি কমিটির প্রাক্তন সহ-সভাপতি হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরা কে ক্লাব থেকে অর্থ দেয়া হয়েছে বলে অভিযোগ প্রদান করা হয়ে। ২০০১-২০১৮ পর্যন্ত সময়ে মোট ৮৪ লাখ ইউরো প্রদান করা হয় বলে জানা যায়। বার্সেলোনার পক্ষে ম্যাচের ফলাফলে প্রভাব রাখার জন্য এমন অর্থ প্রদান কর হয়েছিল বলে অভিযোগে বলা হয়। এ ঘটনা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়িয়েছে। স্বতন্ত্র ভাবে তদন্ত শুরু করে ইউরোপের ফুটবল সংস্থা ইউয়েফাও। এ তদন্তে বার্সেলোনার বিরুদ্ধে গুরুতর শাস্তির সুপারিশ করেছে তদন্তকারি দুই কর্মকর্তা।  

কাতালান ক্লাবটির বিরুদ্ধে অভিযোগ, জোসেফ মারিয়া বার্তোমেউ সভাপতি থাকা কালে বিভিন্ন সময়ে বড় অঙ্কের অর্থ প্রদান করেছেন রেফারি নেগ্রেইরা ও তার কোম্পানিকে। বার্সার পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে আগেও। এদিকে ইউয়েফা এ ঘটনা বিস্তারিত ভাবে তদন্তের জন্য দুজন পরিদর্শক নিয়োগ করেছিল যারা সম্প্রতি তাদের তদন্তকাজ শেষ করে রিপোর্ট দিয়েছেন।

এবিসি রেডিও রিপোর্ট অনুযায়ী, জিন স্যামুয়েল লিবা এবং মিরহাম কোলার নামে দুই পরিদর্শক ইউয়েফার হয়ে তদন্ত কাজ করেছেন। তদন্ত শেষে দেয়া রিপোর্টে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগে নিষিদ্ধ করার সুপারিশ জানিয়েছেন তারা। এদিকে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে তদন্ত শুরুর পর থেকেই নিষেধাজ্ঞার আশঙ্কা করছে বার্সেলোনা এমন খবর জানা গেছে।

এদিকে, তদন্তকারী কর্মকর্তাদের সুপারিশ স্বত্ত্বেও এখনি নিষিদ্ধ হচ্ছে না কাতালান ক্লাবটি। কেননা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন ইউয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন।

ফুটবলের কোনও সংস্থা ক্লাবের বিপক্ষে নিষেধাজ্ঞা দিলেও তা হবে শুধু মাত্র এক বছরের জন্য। কেননা একবছরের বেশি সময়ের জন্য নিষিদ্ধ করতে হলে আদালতের সাহায্য নিতে হবে। আবার, ইউয়েফা বার্সেলোনার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মত কোনো পদক্ষেপ নিলেও তা লা লিগার উপর কোনো প্রভাব ফেলবে না বলেও আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। আবার স্প্যানিশ গণমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনা নিষেধাজ্ঞার কারণে বাদ পড়লে লা লিগার পয়েন্ট টেবিলে ৫ নম্বর থেকে চার এ উঠে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ভিয়ারিয়াল। 
 

্রিন্ট

আরও সংবদ