খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

তাসকিনকে ইয়র্কশায়ারের প্রস্তাব এনওসি দেবে না বিসিবি

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩৯ এ.এম | ০৭ জুন ২০২৩


বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে কাজ করা ওটিস গিবসন কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের বর্তমান কোচ। তাসকিন আহমেদকে সেই দলটির হয়ে খেলার প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু ডানহাতি পেসারকে চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপ মৌসুমে খেলার অনাপত্তিপত্র (এনওসি) প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে কোনও ধরনের ঝুঁকি নিতে চায় না তারা। এক প্রতিবেদনে মঙ্গলবার এই খবর জানায় ক্রিকবাজ। তাসকিন অবশ্য এই ব্যাপারে সরাসরি বিসিবির সঙ্গে কথা বলেননি। সাবেক পেস বোলিং কোচকে কথা বলতে অনুরোধ করেছিলেন। কিন্তু বিসিবি হতাশ করেছেন গিবসনকে। বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘হ্যাঁ, ইয়র্কশায়ার তাকে খেলাতে চেয়েছিল কিন্তু আমরা তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। বিশ্বকাপের আগে কাউন্টিতে লাল বলের ক্রিকেট খেলে সে ক্লান্ত হোক, আমরা তা চাই না।’ তাছাড়া কেবলই ইনজুরি থেকে তাসকিনের ফেরার ব্যাপারটিও মাথায় রেখেছেন জালাল, ‘সে কেবলই ইনজুরি থেকে সুস্থ হয়েছে। আমাদের টেস্ট স্কোয়ার্ডেও আছে এবং তাকে নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে।’ 
 

্রিন্ট

আরও সংবদ