খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

গুচ্ছের ‘এ’ ইউনিটে পরীক্ষায় পাসের হার ৪৩.৩৫ শতাংশ

খবর প্রতিবেদন |
০১:২০ এ.এম | ০৭ জুন ২০২৩


গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৪৩.৩৫ শতাংশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এ ফল প্রকাশ করা হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম-আহŸায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। ভর্তি পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) লগইন করে ভর্তিচ্ছুরা নিজেদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ফল দেখতে পারবেন।
গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট আবেদন করেন ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ৫৭ হাজার ৬২৯ জন। এ ইউনিটে ৪৩ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ ৬৮ হাজার ৩২২ জন উত্তীর্ণ হয়েছেন। অকৃতকার্য হয়েছেন ৫৬ দশমিক ৬০ শতাংশ, অর্থাৎ ৮৯ হাজার ২১৯ জন। ৮৮ জন শিক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।
সর্বোচ্চ নম্বর ৮৬.৫০ পেয়ে প্রথম হয়েছে শাহরিয়ার আলম পাটোয়ারী। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এর আগে গত ৩ জুন গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 

্রিন্ট

আরও সংবদ