খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

অক্ষয়ের হাতে বঙ্গবন্ধুর আত্মজীবনী তুলে দিলেন শেখ তন্ময়

খবর বিনোদন |
০৩:০৩ পি.এম | ০৭ জুন ২০২৩


বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। সামাজিক মাধ্যমে এই নেতার অনুসারীর সংখ্যাও মিলিয়নের ঘর ছাড়িয়েছে। এবার তাকে দেখা গেল বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে।

সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গেছে, অক্ষয়ের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন হাস্যোজ্জল তন্ময়। তাদের সঙ্গে রয়েছে বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’।

জানা গেছে, জননেতা ভ্রমণকালীন বলিউড তারকা অক্ষয় কুমারের সঙ্গে সাক্ষাৎ হয় শেখ তন্ময়ের। বিভিন্ন আলাপচারিতার মাঝে তিনি অক্ষয় কুমারকে জাতির পিতা বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি উপহার দেন।

তবে এ বিষয়ে শেখ তন্ময় নিজের ফেসবুক থেকে কিছু জানাননি। তাই কবে কখন অক্ষয়ের সঙ্গে মিলিত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে, ভারত ভ্রমণকালীন এক সৌজন্য সাক্ষাতের সময় এটি।

্রিন্ট

আরও সংবদ