খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

দুই শিশুর মৃত্যু: বালাইনাশক কোম্পানির চেয়ারম্যান ও এমডি গ্রেফতার

খবর প্রতিবেদন |
১২:৫০ পি.এম | ০৮ জুন ২০২৩


রাজধানী বসুন্ধরার বাসায় তেলাপোকা বালাইনাশকের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় বালাইনাশক পেস্ট কন্ট্রোল সার্ভিস কোম্পানির চেয়ারম্যান ও এমডিকে গ্রেফতার করেছে লালবাগ গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন - আশরাফ ও ফরহাদ।

ডিবি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৫ জুন রাতে ওই কোম্পানির কর্মকর্তা টিটু মোল্লাকে গ্রেফতার করা হয়। তিনি ওই বাসায় তেলাপোকা মারার বিষ স্প্রে করেছিলেন।

দুই শিশুর মৃত্যুর ঘটনায় শিশুদের বাবা মোবারক হোসেন তুষার সোমবার তিনজনকে আসামি করে একটি মামলা করেছিলেন। সেটির তদন্ত চলছে।

গত ২ জুন বসুন্ধরার আই ব্লকের একটি নতুন বাসায় পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা তেলাপোকা মারার বিষ স্প্রে করেন। এর দুদিন পর ভুক্তভোগী পরিবারটি ওই বাসায় ওঠে। বাসায় প্রবেশ করেই অসুস্থ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তাদের হাসপাতালে নেওয়া হলে ৪ জুন দুই শিশু মারা যায়।

এছাড়া শিশুদের মা শারমিন জাহান লিমা ও বাবা মোবারক হোসেন বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
 

্রিন্ট

আরও সংবদ