খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে কর্মশালা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি |
১২:৫২ এ.এম | ০৯ জুন ২০২৩


নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে দিনব্যাপী ওবিই (ঙইঊ) কারিকুলামের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ^বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত কর্মশালার উদ্বোধনী পর্বে বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নওশের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. বিশ^জিৎ চন্দ। তিনি বলেন বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন বিষয়ে  প্রশিক্ষণ দেওয়া খুবই জরুরি। যাতে তারা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে পারেন। তিনি আরও বলেন, গবেষণার বিষয়ে জানতে শিক্ষার্থীরা প্রথমেই শিক্ষকদের কাছে যান। তাদেরকে গবেষণার কাজে সহায়তা ও উদ্বুদ্ধ করা উচিত। 
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের এসপিকিউএ ডিভিশনের পরিচালক ড. দুর্গা রাণী সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিশ^বিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক তাজুল ইসলাম। সমাপনী পর্ব তথা টেকনিক্যাল পর্বে বক্তৃতা করেন বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের এসপিকিউএ ডিভিশনের উপ-পরিচালক বিষ্ণু মলি­ক, খুলনা বিশ^বিদ্যালয়ের সাবেক আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ সরোয়ার জাহান। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের এসপিকিউএ ডিভিশনের সহকারি পরিচালক মোঃ মোস্তাক আহমেদ। কর্মশালায় অংশ নেন বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মরিয়ম আকতার, প্রক্টর মোঃ ইনজামাম-উল-হোসেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারি প্রক্টরবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর মোঃ আসাদুজ্জামান।

 

্রিন্ট

আরও সংবদ