খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

জটিলতা কমলো সাফের

ক্রীড়া প্রতিবেদক |
১২:৫৮ এ.এম | ০৯ জুন ২০২৩


দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ আগামী ২১ জুন থেকে শুরু হবে ভারতের বেঙ্গালুরুতে। এই টুর্নামেন্টের আগে বেশ কিছু সংকট তৈরি হয়েছিল। সেই সংকটের এখন অনেকটাই কেটে গেছে। সাফের জরুরি সভায় গতকাল তাই বিশেষ কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা আসেনি। 
সাফের অনলাইন সভা শেষে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘মূলত ভিসা নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেটা নিয়ে কাজ করছে। সেই সমস্যার সমাধানও হয়েছে ইতোমধ্যে।’
বাংলাদেশ দল আগামীকাল কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা হবে। তবে গতকালের মধ্যে ভারতের ভিসা প্রয়োজন ছিল বাংলাদেশের। ইতোমধ্যে ভারতীয় দূতাবাস থেকে বাফুফেতে পাসপোর্ট সংগ্রহ করতে বলা হয়েছে। সেজন্য বাংলাদেশ কন্টিনজেন্টের পাসপোর্ট সংগ্রহে দুইজন প্রতিনিধি প্রেরণ করেছে বাফুফে। এর আগেরদিন কুয়েতও ভিসা পেয়েছে। 
সাফের প্রস্তুতির জন্য পাকিস্তান থাকবে মরিশাসে। ভারতে পাকিস্তানের ভিসা বরাবরই জটিল বিষয়। তবে এবার সেই রকম হচ্ছে না বলে জানালেন সাফের সাধারণ সম্পাদক, ‘অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে পাকিস্তান মরিশাস থেকে ভারতের ভিসা নিতে পারবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনও দিয়েছে ভারত।’
ভারত পাকিস্তানের ভিসা অনুমোদনের সিদ্ধান্ত দিলেও দেশটির সরকার ফুটবল দলকে প্রেরণের ব্যাপারে এখনও সিদ্ধান্ত জানায়নি। এই একটি জায়গায় সংকট রয়ে গেছে, ‘এখন শুধু পাকিস্তান দলের তাদের সরকারের অনুমোদন বাকি রয়েছে। পাকিস্তান ফুটবল ফেডারেশন আমাদের জানিয়েছে ২-১ দিনের মধ্যে তারাও সেই অনুমোদন পেতে পারে।’
 

্রিন্ট

আরও সংবদ