খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট, সূচি প্রকাশ

খবর প্রতিবেদন |
০১:২৬ এ.এম | ০৯ জুন ২০২৩


চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে সারাদেশে একযোগে শুরু হবে।বৃহস্পতিবার পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আবুল বাশার স্বাক্ষরিত পরীক্ষা সূচিতে দেখা গেছে, ১৭ আগস্ট বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২০ আগস্ট বাংলা ২য় পত্র, ২২ আগস্ট ইংরেজি প্রথম এবং ২৪ আগস্ট ইংরেজি ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ আগস্ট তথ্য ও প্রযুক্তি পরীক্ষা হবে, এরপর ২৯ আগস্ট থেকে বিভাগভিত্তিক পরীক্ষা শুরু হবে, যা ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৪ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।
এর আগে এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ১৭ আগস্ট থেকে শুরু করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষাবোর্ডগুলো। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে সেটি চূড়ান্ত হবে। অবশেষে সেই চূড়ান্ত অনুমোদনের পর পরীক্ষার সূচি প্রকাশ করা হলো।
 

্রিন্ট

আরও সংবদ