খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

সংলাপের কথা বলে জনদৃষ্টি ‘ডাইভার্ট’ করতে চায় সরকার : মির্জা ফখরুল

খবর প্রতিবেদন |
০১:২৭ এ.এম | ০৯ জুন ২০২৩


সংলাপের কথা বলে জনদৃষ্টিকে সরকার ভিন্নদিকে ডাইভার্ট করতে চায় বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স¤প্রতি আ’লীগের শীর্ষ নেতা আমির হোসেন আমুর সংলাপ নিয়ে দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে ফখরুল বলেন, আ’লীগ ডাইভারশন খুব ভালো পারে। তারা একটি ইস্যু আরেকদিকে নিতে বেশ পটু। সংলাপ নিয়ে আ’লীগের তিন নেতা তিন রকম কথা বললেন। আসলে আমরা যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না সেটা এবং বিদ্যুৎ সংকট নিয়ে দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে এসব করছে।
বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ‘বাংলাদেশে গণতন্ত্রের সঙ্কট উত্তরণ প্রয়াসে তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা-একটি পর্যালোচনা’ শীর্ষক এই আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর আয়োজন করে। 
আ’লীগ ও গণতন্ত্র একসাথে যায় না এমনটা দাবি করে মির্জা ফখরুল বলেন, এরা শুধু মিথ্যা কথা বলে। নির্বাচনের সময় নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিকল্প নেই। সুতরাং আগে পদত্যাগ করুন। তারপর দেখব সেটা (তত্ত¡াবধায়ক সরকার) কিভাবে করতে হয়। দেশের মানুষ সেটা জানে। বিএনপি’র মহাসচিব বলেন, আজকে আমাদের লড়াই কিন্তু বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই করছি আমরা। গোটা দেশের মানুষ আজকে আমাদের সংগ্রামে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করছে। 

্রিন্ট

আরও সংবদ