খুলনা | শনিবার | ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ আশ্বিন ১৪৩০

চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে হাত খোয়ালো ছোট্ট শিশু

খবর প্রতিবেদন |
০১:২৮ এ.এম | ০৯ জুন ২০২৩


দুই বছরের ছোট্ট শিশু। মাসহ স্বজনদের সঙ্গে চিড়িয়াখানা দেখতে গাজীপুর থেকে এসেছিল মিরপুরে। কিন্তু প্রাণি দেখার সময় সবার অলক্ষ্যে বেড়ার ফোকর দিয়ে হাত ঢুকিয়েছিল সে। আর তখনই ঘটে বিপত্তি। কামড় বসিয়ে সেই হাত ছিঁড়ে নেয় মাংসাশী চিত্রা হায়েনাটি।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে। মিরপুর বিভাগের (দারুস সালাম জোন) সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ গণমাধ্যমকে জানান, চিত্রা হায়েনার খাঁচাটি সাত ফুট উঁচু লোহার রড ও বেড়া দিয়ে ঘেরা। তার ফুটখানেক আগে লোহার রড দিয়ে একটি নিরাপত্তা বেষ্টনী আছে। ওই নিরাপত্তা বেষ্টনী অতিক্রম না করার বিষয়ে নির্দেশনা সেখানে টানানো আছে। শিশুটি কোনোভাবে নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে বেড়ার ফোকর দিয়ে ডান হাত এগিয়ে দিলে হায়েনা তা কামড়ে ছিঁড়ে নেয়। জানা যায়, শিশুটিকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ কর্মকর্তা মফিজুর জানান, মা শিউলিসহ ছয় স্বজনের চিড়িয়াখানায় এসেছিল শিশুটি।সবার অলক্ষ্যে ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবুও এখানে কারও গাফিলতি আছে কি না সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ