খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

খুবিতে রিসার্চ ডিজাইন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ

জ্ঞান সৃষ্টি ও অনুসন্ধানের জন্য গবেষণার প্রয়োজন : ইউজিসি সদস্য বিশ্বজিৎ চন্দ

খবর বিজ্ঞপ্তি |
০১:৪০ এ.এম | ০৯ জুন ২০২৩


খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে রিসার্চ ডিজাইন বিষয়ে শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ বৃহস্পতিবার শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। সকালে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জ্ঞান সৃষ্টি ও অনুসন্ধানের জন্য গবেষণার প্রয়োজন। এক্ষেত্রে বিষয়বস্তু নির্ধারণের ক্ষেত্রে গবেষণায় কোথায় কি সমস্যা খুঁজে বের করতে হবে। এ বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া খুবই জরুরি। যাতে তারা শিক্ষার্থীদের এ বিষয়ে উদ্বুদ্ধ করতে পারেন। তিনি আরও বলেন, গবেষণার বিষয়ে জানতে শিক্ষার্থীরা প্রথমেই শিক্ষকদের কাছে যান। তাদেরকে গবেষণার কাজে সহায়তা ও উদ্বুদ্ধ করা উচিত। নিজেদের মতো করে তাদের গড়ে তোলা উচিত। 
প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের আশু সুস্থতা এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার শাশুড়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর আত্মার শান্তি কামনা করেন। তিনি এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।  
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউজিসির স্ট্র্যাটেজিক প্লানিং এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগের পরিচালক ড. দুর্গা রানী সরকার। স্বাগত বক্তৃতা করেন বিশ্ববিদ্যালযের আইকিউএসির পরিচালক (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম। 
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশনগুলো পরিচালনা করেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ড. সঞ্জয় কুমার চন্দ, অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, একই ডিসিপ্লিনে মোঃ শরিফুল ইসলাম, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ জাকির হোসেন এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। 

্রিন্ট

আরও সংবদ