খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

সকল শ্রেণি পেশার মানুষের কাছে হাতপাখা প্রতীকে ভোট চাই : আব্দুল আউয়াল

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৪ এ.এম | ০৯ জুন ২০২৩


ইসলামী আন্দোলন বাংলাদেশে মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন, স্বাধীনতার ৫২ বছর চলছে। এ পর্যন্ত যেসব দল ক্ষমতায় ছিল, তারা দেশের মানুষকে শান্তি দিতে পারে নাই। সমাজের সর্বত্র অশান্তির খবর। গত ১৪ বছরে দেশ থেকে ১০ থেকে ১৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে। সিটির বরাদ্দকৃত হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে যায়। আগামী সিটি নির্বাচনে দুর্নীতি দুঃশাসন ও চোরদের বিরুদ্ধে ভোট বিপ্লব করতে হবে। তাই আগামী ১২ জুন দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষের কাছে হাতপাখা প্রতীকে ভোট চান তিনি। গতকাল বৃহ¯পতিবার সকালে সিটির জেলা আইনজীবী সমিতি, নিক্সন মার্কেট, মহসিন মোড়, রেলিগেট, মানিকতলা, সোনালী গেট, ফুলবাড়িগেট বাজার ও সেনপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, দফতর স¤পাদক  লোকমান হোসেন জাফরী, জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারী জেনারেল প্রভাষক আব্দুস সবুর, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক মুহাঃ সিরাজুল ইসলাম।

 

্রিন্ট

আরও সংবদ