খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

খুলনাকে ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও সাহিত্য চর্চার নগরী হিসেবে গড়ে তোলা হবে : খালেক

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৪ এ.এম | ০৯ জুন ২০২৩


খুলনা মহানগর আ’লীগ সভাপতি ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক বলেছেন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য ও বিনোদন চর্চার জন্য নগরীর শিববাড়ী মোড়ে বহুতল সিভিক সেন্টার গড়ে তোলা হবে। এলাকাভিত্তিক লাইব্রেরী, সংস্কৃতি বিকাশ ও চর্চাকেন্দ্র তৈরি করা হবে। সিটি সেন্টারে একটি অনুদান তহবিল চালু করা হবে। যার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, এতিমখানা ও কমিউনিটির নানা উদ্যোগে অনুদান দেয়া হবে। অঞ্চল ভিত্তিক প্রতিযোগিতামূলক খেলাধুলার উদ্যোগ নেয়া হবে। কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরির কর্মসূচি নেয়া হবে। তিনি আরো বলেন, নগরীতে সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মীদের জন্য খুলনা সিটি কর্পোরেশন এলাকায় একটি রিক্রিয়েশন বা মিডিয়া সেন্টার স্থাপন করা হবে। অনলাইন চ্যানেলগুলো মিডিয়া সেন্টারের সাথে পর্যায়ক্রমে যুক্ত করা হবে। সিটি কর্পোরেশনের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে মিউজিয়াম প্রতিষ্ঠা করা হবে। 
বৃহস্পতিবার দিনব্যাপী খালিশপুরের বৈকালী বাজার, ৯নং ওয়ার্ডের বাস্তুহারা এলাকায় গণসংযোগ কালে এবং খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও দৌলতপুর অ্যাডামস অডিটরিয়ামে অ্যাডমস কর্মচারী-কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল­াহ নান্নু, কাউন্সিলর মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বাশার, হুমায়ূন কবির, কাজী এনায়েত আলী আলো, শাহজাহান জমাদ্দার, আব্দুল জব্বার, মৃধা বেলায়েত হোসেন, ইয়াসির আরাফাত প্রমুখ নেতৃবৃন্দ। 
 

্রিন্ট

আরও সংবদ