খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

হরিণাকুন্ডুতে ১১ বছরের শিশু নির্যাতনের অভিযোগ

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি |
১১:২৩ পি.এম | ০৯ জুন ২০২৩


ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার মৃত তোফাজ্জেল হোসেনের পুত্র মিলন হোসেনের বিরুদ্ধে বার বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শিশুটি পৌর এলাকার হরিণাকুন্ডু আলিম মাদ্রাসা পাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে। বুধবার বেলা ১১টায় মাদ্রাসায় যাওয়ার পথে তাকে ডেকে নানা কথা জিজ্ঞাসাবাদের পর বাঁশের লাঠি, কাচি ও খেজুরের ডাল দিয়ে বেধড়ক মারপিট করে মিলন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেটা পথ দিয়ে হেঁটে যাচ্ছিলো। তখন মিলন তাকে বলে এই তোর বাপের নাম কিরে? তখন সে বলে আপনি জানেন না আমার বাবার নাম? এ কথা বলাতে মিলন বাচ্চাটাকে ধরে কাঁচির আছাড়ি ও খেজুরের বাগো দিয়ে বেধড়ক মারপিট করে। পরে পায়ের নিচে ফেলে নির্যাতন করে শিশুটিকে। তার আর্তচিৎকারে এলাকার লোকজনের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হরিণাকুন্ডু হাসপাতালে ভর্তি করা হয়। 
খোঁজ নিয়ে জানা গেছে, মিলন এলাকায় বাচ্চা ছেলেদের সাথে খুব খারাপ আচরণ করে থাকে। বেশ কিছু শিশুরা তার নির্যাতনের শিকার হয়েছে। প্রতিবেশী মন্টু বিশ্বাসের স্ত্রী মইফুল জানান, তুফাজ্জেলের ছেলে মিলন একটা গুন্ডা। এতিম শিফাতকে সে বিনা অপরাধে মারপিট করেছে। বাচ্চাটার গোপনাঙ্গে লাঠি দিয়ে আঘাত করেছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ। স্থানীয় পৌর কাউন্সিলর আবু আসাদ রুনু জানান আমি ঢাকাতে আছি তাই ওরা আমাকে মোবাইলে ঘটনাটি জানিয়েছে। তবে যাই হোক এতটুকু বাচ্চাকে এভাবে মারা ঠিক হয়নি।
শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মিলনের সাথে কথা বলতে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী শারমিন সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। হরিণাকুন্ডু থানার ওসি তদন্ত মোহাম্মদ আক্তারুজ্জামান লিটন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নির্যাতনের শিকার শিশুটির পরিবারের পক্ষ থেকে ৮ জুন থানায় একটি অভিযোগ দিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের অভিযান অব্যাহত আছে।
 

্রিন্ট

আরও সংবদ