খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

পাইকগাছায় প্রতিপক্ষদের বিরুদ্ধে চিংড়ি ঘেরের বাঁধ কেটে ক্ষতি করার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি |
১১:৩২ পি.এম | ০৯ জুন ২০২৩


পাইকগাছায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষদের বিরুদ্ধে চিংড়ি ঘেরের বাঁধ কেটে ক্ষতিসাধন ও মারপিট করার অভিযোগ উঠেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 
অভিযোগে জানা গেছে, উপজেলার রাড়–লী গ্রামের মৃত নওয়াব আলী গোলদারের ছেলে জি এম আনিছুর রহমান গংদের হিতামপুর মৌজায় ১.৯৮ একর সম্পত্তি রয়েছে। নালিশী সম্পত্তি আনিছুর রহমান গংরা চিংড়ি ঘের ও ধান চাষ করার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছে। নালিশী সম্পত্তি নিয়ে একই এলাকার মৃত আরমান শেখের ছেলে শেখ ময়েজুর রহমান গংদের মধ্যে বিরোধ চলে আসছে। প্রতিপক্ষ ময়েজুর রহমান ময়নুদ্দীন শেখ, জয়নুদ্দীন শেখ, সুমন শেখ, সেলিম শেখ ও এনামুল শেখসহ তাদের লোকজন নিয়ে শুক্রবার সকালে প্রথমে ৩৬২ দাগে আব্দুল হাকিম গোলদারের চিংড়ি ঘেরের জমি বাঁধ দিতে গেলে বাঁধা দিলে পরে তারা আনিছুর রহমান গংদের ওয়াপদার পূর্বপাশে ৩৬২দাগের ৪৬শতক জমির চিংড়ি ঘেরের বাঁধ কেটে দিয়ে অন্যের ঘেরের সাথে মিশিয়ে দিয়ে ক্ষতিসাধন করে। এসময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা আনিছ ও তার লোকজনকে মারপিট করে। পরে এঘটনায় আনিছুর রহমান বাদি হয়ে প্রতিপক্ষ ৬জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করেন। এব্যাপারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন। 

্রিন্ট

আরও সংবদ