খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

পাইকগাছায় ৮ দলীয় ফুটবলের উদ্বোধনী খেলায় ডুমুরিয়ার শান্তি সংঘের জয়

পাইকগাছা প্রতিনিধি |
১১:৩৩ পি.এম | ০৯ জুন ২০২৩


পাইকগাছার দেলুটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শান্তি সংঘ জয়লাভ করেছে। “যুব অবক্ষয় রোধে ক্রীড়াঙ্গণ” স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের দারুণমলি­ক মাধ্যমিক মাঠে সাধুর ঘাট বাজার কমিটি এ ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মোঃ সাইফুল ইসলাম।
দাকোপের সত্যবীর ফুটবল একাদশ ও ডুমুরিয়ার গুটুদিয়া শান্তি সংঘের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় টাইব্রেকারে ফলাফল নির্ধারণ করা হয়। টাইব্রেকারে দাকোপের সত্যবীর ফুটবল একাদশকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে ডুমুরিয়ার শান্তি সংঘ ফুটবল একাদশ জয়লাভ করে। বাজার কমিটির সভাপতি ও ইউপি সদস্য রিংকু রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআই তরিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান সুকুমার কবিরাজ, ইউপি সদস্য পলাশ কান্তি রায়, বদিয়ার রহমান, মেরী রানী সরদার, সুকান্তি সরকার, কবিরুল ইসলাম, সুপদ রায়, এসএম জহির হোসেন ও বিধান রায় ।
 

্রিন্ট

আরও সংবদ