খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

খানজাহান আলী থানার ওসির এক বছরের সাফল্য

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:০৬ এ.এম | ১০ জুন ২০২৩


খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান, থানায় যোগদানের ১ বছরের মধ্যেই সৎ চিন্তা ও আধুনিক রুচিশীলতার কারণে পুলিশের আচরণ যেমন পাল্টেছে তেমনি বদলে গেছে থানার চিত্র। সহজেই মানুষকে সেবা দিতে নানান পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। সৃজনশীল ও যুগোপযোগী পরিকল্পনার ফলে থানা ও পুলিশ হয়ে উঠেছে এ এলাকার মানুষের আস্থার ঠিকানা। তিনি এ থানায় যোগদানের পর থেকেই সাধারণ মানুষকে মানবিক ও জনবান্ধব পুলিশ প্রশাসন হিসেবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন করে চমক দেখাতে সক্ষম হয়েছেন। শুধু তাই নয় তিনি একজন দানশীল ব্যক্তিও বটে। সহজেই মানুষকে সেবা দিতে নানান পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। 
তার নেতৃত্বে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিবেশ শান্তিপূর্ণ বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন উদ্বুদ্ধকর পরিস্থিতিতেও কঠোর হাতে আইন-শৃঙ্খলা রেখেছেন স্বাভাবিক। দাগী অপরাধীদের অপরাধ মূলক কর্মকান্ডের লাগাম টেনে ধরেছে খানজাহান আলী থানা পুলিশ। 
এলাকাবাসী বলেন, আগের তুলনায় থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো। থানা এলাকার গিলাতলা দক্ষিণপাড়া তালিকাভুক্ত মাদক পয়েন্টে নিজ উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করেছেন ওসি। 
তিনি জুম্মার নামাজে থানা এলাকার বিভিন্ন মসজিদে মসজিদে জঙ্গী, ইভটিজিং, বাল্যবিবাহসহ অপরাধমুলক কর্মকান্ড রোধে সচেতনামূলক বক্তব্য প্রদান করছেন এবং ইমামদেরকে উৎসাহিত করছেন।

্রিন্ট

আরও সংবদ