খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:১০ এ.এম | ১০ জুন ২০২৩


বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ৬২’র শিক্ষা আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতার নিউক্লিয়াস গঠনসহ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিববাহিনী গঠনের শীর্ষ ৪ জনের মধ্যে একজন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান (দাদা) শুক্রবার দুপুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি অসংখ্য রাজনৈতিক সহচর ও গুণগ্রাহী রেখে গেছেন। 
সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলÑবাংলাদেশ জাসদ, খুলনা জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও খুলনা মহানগর সভাপতি মোঃ রফিকুল হক খোকন, খুলনা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ গাজী, মহানগর সাধারণ সম্পাদক মোঃ হাসান, জেলা সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, মোঃ হারুন, মোঃ নাসির উদ্দিন, নাহিদা খাতুন, মোঃ আবু তালেব মোল­া, মোঃ বেল­াল হোসেন, নূর ইসলাম, মোঃ সুলতান, মোঃ তরিকুল ইসলাম, মোঃ রকিবুল মোল­া, মোঃ শহীদ মোল­া, মোঃ হায়দার মোড়ল, ডাঃ মোঃ জাহিরুল, মোঃ নাসির প্রমুখ।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ যুব জোট খুলনা মহানগর সভাপতি মোঃ সাইদ হোসেন মিঠুন, সাধারণ সম্পাদক মোঃ সোহেল চৌধুরী, ছাত্রলীগÑবিসিএল খুলনা মহানগর সভাপতি মোঃ আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সুজন শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক অশ্বিন কুমার, সাংগঠনিক সম্পাদক মোঃ জিসান, দপ্তর সম্পাদক ফরিদ হোসেন প্রমুখ। 
এছাড়া শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, জেলা কমিটির সভাপতি শেখ গোলাম মোর্তোজা, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত মোলি­ক, মহানগর সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মন্টু, জাসদ নেতা, হুমায়ুন কবির হিমু, চান মিয়া, মোসারেফ হোসেন, জাকির শেখ, রুনা লায়লা, মিজানুর রহমান রাজা, আকবর শেখ, মাসুদ রানা, সাইদ, তানভীর হোসেন সেন্টু প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ