খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

জাতীয় কবিতা পরিষদের অনুষ্ঠানে

‘পরিচয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি |
১২:১০ এ.এম | ১০ জুন ২০২৩


জাতীয় কবিতা পরিষদ, খুলনার আয়োজনে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে “পরিচয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল” শীর্ষক আলোচনা, প্রবন্ধ পাঠ, কবিতা আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান শুক্রবার বিকেল ৫টায় লোয়ার যশোর রোডস্থ কবিতা পরিষদ কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি কবি ডিকে পালের সভাপতিত্বে ও  সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক এল কে টফি’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে রবীন্দ্রনাথের উপর প্রবন্ধ উপস্থাপন করেন শেখ অলিউর রহমান ও কবি কাজী নজরুল ইসলামের উপর প্রবন্ধ উপস্থাপন করেন কবি বিমল কৃষ্ণ রায়।  অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও আলোচক অধ্যাপক বিভূতি ভুষণ মন্ডল ও বিশিষ্ট আলোচক কবি আব্দুল ওদুদ এছাড়াও “পরিচয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল” শীর্ষক আলোচনা অংশ গ্রহণ করেন কবি গবেষক অরবিন্দ মৃধা, মোঃ ইমদাদ আলী বক্তারা বলেন, রবীন্দ্র এবং নজরুল ছিলেন এক বৃন্তে দুইটি কুসুম তাদের সৃষ্টিকর্ম আমাদের হৃদয়ে ধারণ করতে পারলে এই দুই মহাসিন্ধু আমাদের মাঝে চিরজাগরুক হয়ে বেঁচে থাকবেন।
পরে “পরিচয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল” শীর্ষক কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন মোঃ ইমদাদ আলী, নাসিমা খান হোসেন মাহমুদ বাচ্চু, মারিয়াম তাসনিম, ইমরান জাহান আরাফাত, সুভাষ রায়, ঈরামনি মন্ডল, সাদ্দাম হোসেন, আঁখিমন্ডল প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ