খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

মোরেলগঞ্জে দু’টি সীমানা পিলারসহ প্রতারক আটক

মোরেলগঞ্জ প্রতিনিধি |
১২:১৩ এ.এম | ১০ জুন ২০২৩


বাগেরহাটের মোরেলগঞ্জে ২টি সীমানা পিলারসহ সেলিম শিকদার ওরফে জিহির (৫২) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের বিষখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় জিহিরের বাগান বাড়ির খড়কুটার নিচ থেকে দু’টি সীমানা পিলার উদ্ধার করে পুলিশ। ২০ কেজি ওজনের প্রতিটি পিলারের গায়ে খোদাই করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি-১৮১৮ লেখা রয়েছে। আটক সেলিম শিকদার উপজেলার গোপালপুর গ্রামের হানিফ শিকদারের ছেলে।
পুলিশের জিজ্ঞাসাবাদে সেলিম বলেন, পিলার দু’টি সিমেন্ট ও বালু দিয়ে হাতে বানানো। আসলে কোটি কোটি টাকা দামের পিলার বলতে কিছু নেই। এই পিলার দুটি বানাতে ১০ দিন সময় ও ৬ হাজার টাকা খরচ হয়েছে। কোন পার্টি ম্যানেজ করতে পারলে ১০ লাখ টাকায় বিক্রি করে দিতাম। সেভাবে কথা চলছিল। মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলার ৫ জনে মিলে এ ব্যাবসা করছেন তারা।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দু’টি পিলার সাদৃশ্য বস্তুসহ সেলিম শিকদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় সেলিমসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আটক সেলিমকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে। সেলিম শিকদারের বিরুদ্ধে ঢাকার বনানী, বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ থানায় প্রতারণা ও চুরিসহ বিভন্ন অভিযোগে ৫টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।

্রিন্ট

আরও সংবদ