খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি আলফাজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:১৩ এ.এম | ১০ জুন ২০২৩


সাতক্ষীরায় চাঞ্চল্যকর সাড়ে চার বছরের শিশু র্ধষণ চেষ্টা মামলার আসামি আলফাজ হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে ঢাকার খিলখেত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
র‌্যাব সূত্র জানায়, কলারোয়ায় গত ৬ জুন ভিকটিম সাড়ে চার বছরের শিশু কন্যাকে তাদের বসত ঘরে রেখে তার মাসহ পরিবারের লোকজন কাজের উদ্দেশ্যে বাইরে যায়। এই সুযোগে আসামি আলফাজ তাদের বসতঘরে প্রবেশ করে ভিকটিমকে টাকা ও চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে আসামি তাকে ভয়ভীতি দেখিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম তার মায়ের নিকট বিস্তারিত ঘটনা বলে। এ বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে কলারোয়া থানায় আসামির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ঘটনাটি জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল ওই আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।  এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ৮ জুন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলখেত এলাকায় অভিযান চালিয়ে আলফাজকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি উক্ত ঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করে। তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

্রিন্ট

আরও সংবদ