খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

ওয়ার্ডে ওয়ার্ডে গোপন মনিটরিং সেল গঠন

ভোট দিতে গেলেই সাংগঠনিক ব্যবস্থা নিবে মহানগর বিএনপি

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৭ এ.এম | ১০ জুন ২০২৩


দলের সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট সরকারের অধীনে সিটি নির্বাচনে অংশগ্রহণকারী কোন প্রার্থীদের পক্ষে কাজ করলে বা ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করার সুনির্দিষ্ট অভিযোগ পেলেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে খুলনা মহানগর বিএনপি। এ দিকে নগরীর ৩১টি ওয়ার্ডে গোপন মনিটরিং সেল গঠন করেছে দলটি। 
শুক্রবার বিএনপি’র মিডিয়া সেল মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয় নেতা-কর্মীদের প্রতি নজরদারী রাখার জন্য প্রতিটি ওয়ার্ডে ২১ সদস্যের গোপন মনিটরিং সেল গঠন করা হয়েছে। ভোটের দিন দলের দায়িত্বশীল ব্যক্তি ভোটপ্রদান করলে মনিটরিং সেলের দায়িত্বপ্রাপ্তদের প্রতিবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিবৃতিতে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, বিগত ১৫ বছর ধরে অবৈধ সরকারের বিরুদ্ধে বিএনপিসহ দেশপ্রেমিক জনগণ নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় ৫ (পাঁচ) বছর যাবৎ কারাভোগ করছেন। নিপীড়ক সরকার বিএনপি নেতা-কর্মীদের হত্যা, নির্যাতন এবং প্রায় ৫০ (পঞ্চাশ) লক্ষ নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করছে। ইতিমধ্যে অনেক নেতা-কর্র্মীকে গুম করে রাখা হয়েছে। এমতাবস্থায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। সে ঘোষণার আলোকে খুলনা মহানগর বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করেছে। সদস্য সচিব তুহিন জাতীয়তাবাদী দলের ডাকে সাড়া দিয়ে বিএনপি’র সাথে খুলনাবাসীকে ভোটদান থেকে বিরত থাকার আহŸান জানিয়েছেন।
 

্রিন্ট

আরও সংবদ