খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

ফয়েজুল ইসলাম টিটোর ঠেলাগাড়ি মার্কার গণমিছিল

খবর বিজ্ঞপ্তি |
০১:০২ এ.এম | ১০ জুন ২০২৩


২৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ফয়েজুল ইসলাম টিটোর নির্বাচনী প্রতীক ঠেলাগাড়ির পক্ষে শুক্রবার ওয়ার্ডের কাকলি বাগ, সিমেট্রি রোড, বেনীবাবু রোড, শামসুর রহমান রোড, স্যার ইকবাল রোড, ছোট মির্জাপুর, ইউসুফ বড় মির্জাপুর, বাবু খান রোড, ঘড়ি মঞ্জিলসহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করা হয়। 
এ সময় মোঃ ফয়েজুল ইসলাম টিটো’র সঙ্গে উপস্থিত ছিলেন দেব দুলাল বাড়ৈই বাপ্পি রাজিব সাহা,কাজু রহমান, জাকারিয়া সিয়াম, কাজী জুবায়ের, রানা রহমান, সইফ, মঈন, আশিষ সাহা, গোবিন্দ দত্ত, খান জহিদ রিগ্যান, আব্দুল জবক্ষার,  বিপ্লব সাহা লব, এড. সাজ্জাদ, এড. সাজ্জাদ, এড. রামপ্রসাদ ঘোষ, এড. আলামিন উকিল, এড. গঙ্গাচরণ মালাকার এড. তরিক মাহমুদ তারা, ইকবাল কবির লিটন, রাজীব সাহা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ গোলাম মোর্শেদ, সাগর সাহা, শেখ সমশের আলী, আশিষ সাহা, মানিক শীল, বাবু শীল, বাপ্পী সাহা, আনোয়ার হোসেন, গোপাল দত্ত, অনিন্দ সাহা, মনিরুজ্জামান খান মাসুদ, আফরোজা খাতুন, রাধা রানী চক্রবর্তী , কৃষ্ণা রায় রবিন দাস প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ