খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুন্নার মুক্তির দাবিতে

নগর ও জেলা যুবদলের দু’গ্রুপের পৃথক কর্মসূচি পালন, ৯ নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক |
০১:১২ এ.এম | ১০ জুন ২০২৩


যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে গতকাল শুক্রবার পৃথকভাবে কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। জেলা যুবদলের সভাপতি এস এম শামীম কবিরের অনুসারীরা শেখ নাদিমুজ্জামান জনির নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে একাংশের নেতা-কর্মীরা। অপরদিকে, রেল স্টেশনে জমায়েতকালে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েতের অনুসারীদের বেধড়ক মারপিট করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
গতকাল শুক্রবার রাত পৌনে ৮টায় দলীয় কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত বলেছেন, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করতে খুলনা রেল স্টেশন চত্বরে জমায়েত হচ্ছিলাম। কোনকিছু বুঝে উঠার আগেই পুলিশ অতর্কিতভাবে হামলা চালিয়ে বেধড়ক লাঠিচার্জ করে। জেলা যুবদলের ৯ নেতা-কর্মীকে আটক করে। আটককৃতরা হলেন পাইকগাছা উপজেলা যুবদলের সদস্য সচিব ও পাইকগাছা পৌরসভার কাউন্সিলর ইমরান সরদার, দাকোপ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাঈদ গাজী, চালনা পৌর যুবদল সদস্য মোঃ মুজাহিদুল ইসলাম, পাইকগাছা থানার যুবদল সদস্য মোস্তফা গার্জী, একই থানার সদস্য মোঃ শাকিল গাইন, মুক্তাজুল গাইন ও মুক্তকিন গাইন।
প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম, আবদুল­াহেল কাফী সখা, মোঃ সাইফুল ইসলাম সান্টু, মোঃ জাবির আলী, শেখ মাশকুর হাসান ফ্রান্স, আতিক শেখ শাকির হোসেন, মোল­া রিয়াজুল ইসলাম, মঞ্জুরুল আলম সৌরভ, আলমগীর হোসেন লালন, ওহেদুজ্জামান সোহাগ, নেওয়াজ চঞ্চল, মোল­া হুমায়ুন কবির, অধ্যাপক মঞ্জুর রশিদ, কুদরত-ই-এলাহী স্পিকার, তৌহিদুজ্জামান মুকুল, সন্দীপ চট্টোপাধ্যায়, আমিন হোসেন মিঠু, সাইফুল ইসলাম, শেখ নুর ইসলাম নুরু, মোঃ রুস্তম গাজী, মোল­া মশিউর রহমান, রবিউল ইসলাম রবি, জিএম আনারুল ইসলাম, মোল­া মাহমুদুল হাসান মিঠু, মোস্তাফিজুর রহমান আজিবর, আজমল হোসেন লিটন, এহসানুর রহমান ইছান, আমিন গাজী নয়ন, মোঃ জাকারিয়, মোঃ জাহিদ হাছান, মেজবাউল হক শুভ, শেখ অহিদ, মোঃ মহসিন, শেখ আব্দুর রাজ্জাক, তুষার মোল­া, আবুল কালাম আজাদ কাজল, মঈনুল হাসান মিন্টু, জুয়েল বিশ্বাস, নিলোৎপল সাহা নিলয়, খান আবুল কালাম আজাদ, মোঃ দেলোয়ার গাজী, শাহ্ জামান প্রিন্স, মোঃ বেলাল হোসেন, রেজাউল ইসলাম খোকন, খান পরাগ আহমেদ, বদিয়ার রহমান, আজমির শেখ, ওবায়দুল­াহ সরদার, আইয়ুব হোসেন, জাকির হোসেন, মুজাহিত হাসান, জিল­ুর রহমান, শরিফুল ইসলাম নাছির, রিপন রহমান, জিএম রাজু, এবি আব্দুর রাজ্জাক গার্জী, মনিরুজ্জামান মনি, মাইনউদ্দিন নয়ন, সোহেল রানা প্রিন্স, আব্দুল হাই কালু, আতিয়ার রহমান, মিজানুর রহমান বাবু, ফারুক খান, শাহরিয়ার কবির সাদি, লিটন হোসেন লিঠু ও হাবিবুর রহমান প্রমুখ। অবিলম্বে আটককৃত সকল নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ