খুলনা | সোমবার | ১২ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

দরিদ্র পিতার একমাত্র পুত্র মুহাইমিনুলকে বাঁচাতে বিত্তবানদের সহায়তা কামনা

নিজস্ব প্রতিবেদক |
০৮:৩৭ পি.এম | ১০ জুলাই ২০২৩

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের গোলখালী গ্রামের বাসিন্দা হাফেজ মোস্তফা ওবায়দুল্লাহ্’র একমাত্র পুত্রসন্তান মোঃ মুহাইমিনুল ইসলাম। জন্ম থেকে হৃদযন্ত্রে ছিদ্র তার। ব্যয়বহুল চিকিৎসা নেয়া মুহাইমিনুলের বয়স চার বছর। গেল ৭ জুলাই ঢাকার ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে হৃদযন্ত্রের অস্ত্রপচার সম্পন্ন হয়েছে তার। অপারেশনের পর খুলনাতে ফিরে আসলেও সমস্যা সমাধান হয়নি।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন- অপারেশনের বাকি অংশ সম্পন্ন করতে আরও অন্তত দুই লাখ টাকার প্রয়োজন। হতদরিদ্র পিতার পক্ষে এই অর্থ সংকুলান করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তশীল হৃদয়বানদের কাছে সহযোগিতা কামনা করছেন অসহায় পিতা। বর্তমানে তিনি নগরীর পশ্চিম টুটপাড়া দুলাল সড়কে আলিফবাগ এলাকায় বসবাস করছেন।

শিশু মুহাইমিনুলকে বাঁচাতে সাহায্য পাঠানোর মাধ্যম : ইসলামী ব্যাক, খুলনা শাখায় হিসাব নম্বর ২০৫০১০৭০২০৬১৯১২১৫; বিকাশ : ০১৯১১ ৪০৪৪৯৪, নগদ : ০১৭১২ ৮৩২১৫০।

্রিন্ট

আরও সংবদ

অন্যান্য

প্রায় ৫ মাস আগে