খুলনা | মঙ্গলবার | ২৮ অক্টোবর ২০২৫ | ১২ কার্তিক ১৪৩২

জনতার হাতে আটক দুই প্রতারককে গণধোলাই

যশোরে টক্কর সাপ ও জ্বিনের ভয় দেখিয়ে গল্প সাজিয়ে ১৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৪০ এ.এম | ০৫ অগাস্ট ২০২৩


একটি প্রতারক চক্র শহরের আর এন রোডস্থ মোটর পার্টস ব্যবসায়ী রাজু হোসেনকে টক্কর সাপ ও জ্বিনের গল্প শুনিয়ে পর্যায়ক্রমে ১৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জনগণ দুই প্রতারককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার শেখহাটি মোল­াপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে নাঈম হোসেন ও একই উপজেলার শেখহাটি তরফ নওয়াপাড়ার তাইজুল ইসলামের ছেলে ইনছান আলী। এ ঘটনায় কোতোয়ালি থানায় শুক্রবার দুপুরে মামলা করেন রাজু হোসেনের বড় ভাই সদর উপজেলার সুলতানপুর (বাবুপাড়া) গ্রামের শাহ্ আলমের ছেলে তিতাস উদ্দিন। গ্রেফতারকৃত দুই প্রতারককে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। 
মামলায় বাদী উলে­খ করেন, আসামি দু’জন গত অনুমান ১১ মাস পূর্ব হতে প্রতারণা পূর্বক ভীতিহীন গল্প সাজিয়ে কৌশলে টাকা নিয়ে আত্মসাৎ করেছে। বাদীর আপন ছোট ভাই রাজু হোসেন যশোর শহরের আর এন রোডে নিজস্ব মোটর পার্টস এর দোকানে ব্যবসা করে। নাঈম হোসেনের সাথে চক্রের সদস্য ইনছান আলীর পূর্ব থেকে পরিচয় থাকায় বাদীর ভাই রাজু হোসেনকে গত ১১ মাস পূর্বে নাঈম হোসেনের সাথে বাদীর ভাইকে পরিচয় করে দেয়। বাদীর ভাইকে টক্কর সাপ ও জ্বিনের গল্প শুনিয়ে টাকা হাতিয়ে নেওয়ার জন্য আসামিদ্বয় গল্প সাজিয়ে রাজু হোসেনকে বিভিন্ন ভাবে ফুসলাতে থাকে। রাজু হোসেন আসামিদের কাল্পনিক গল্প বিশ^াস না করায় তার একমাত্র ছেলে রাজবীর (৮ মাস) মারা যাবে বলে ভয় দেখাতে থাকে। বাদীর ভাইয়ের শিশু সন্তানকে বাঁচাতে হলে আসামিদ্বয়কে জ্বিনের বাদশার মিষ্টি খাওয়ার জন্য টাকা দিতে হবে বলে সুকৌশলে চাইতে থাকে। এক পর্যায়ে রাজু হোসেন আসামিদ্বয়ের কথায় ভয় পেয়ে ও একমাত্র সন্তানের জীবনের কথা চিন্তা করে গত বছরের ১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় সুলতানপুর বাবু পাড়াস্থ বাদির বাড়ির পূর্ব দিকে কলাবাগানের জমির পশ্চিম দক্ষিণ কোনে জ্বিন ধানের আসন হতে অত্যন্ত সুকৌশলে রাজু হোসেনের নিকট হতে প্রথমে ২ লাখ টাকা গ্রহণ করে। এর পর হতে পর্যায়ক্রমে ঐ একই স্থানে জ্বিন ধানের আসনে বসে কথিত মানুষ পোড়ানোর তেল ক্রয়ের জন্য টাকা চেয়ে টাকা হাতিয়ে নিতে থাকে। প্রতারকরা তাদের আসনের পাশের্^ মানুষ পোড়ানোর কথিত তেল ছিটিয়ে শেষ হয়েছে বলে আরো মানুষ পোড়ানোর তেল লাগবে বলে টাকা চেয়ে ভয় দিতে থাকে। রাজু হোসেন তার শিশু সন্তানের জীবন রক্ষার্থে গত ২ আগস্ট দুপুর পৌনে ১টায় ওই একই স্থানে জ্বিন ধানে বসে রাজু হোসেনের নিকট হতে ২৫ হাজার টাকা নেয়। এ ভাবে ১৬ লাখ টাকা হাতি নেয় নেওয়ার পরে কোন উপায় না পেয়ে রাজু হোসেন তার বড় ভাই বাদীকে জানায়। বাদী ও পরিবারের লোকজন এবং স্থানীয় লোকজনসহ প্রতারকদের অনুসন্ধান করার এক পর্যায় ৩ আগস্ট বৃহস্পতিবার রাত ১১টা বেজে ৫৫ মিনিটের সময় জমিতে উক্ত ঘটনাস্থলে তাদের পেয়ে ঘটনার বিষয় জিজ্ঞাসাবাদ করলে তারা সত্যতা প্রকাশ করে। 
এ ঘটনা জানতে এলাকাবাসী উত্তেজিত হয়ে তাদের দু’জনকে মারপিট করে পরে ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে প্রতারক দু’জনকে হেফাজতে গ্রহণ করে। পুলিশ ও স্থানীয় লোকজনের সামনে আসামিদ্বয় ঘটনার সত্যতা স্বীকার করেন। 

্রিন্ট

আরও সংবদ