খুলনা | বৃহস্পতিবার | ১১ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ ভাদ্র ১৪৩২

চাঁদের কক্ষপথে ভারতের চন্দ্রযান-৩

খবর প্রতিবেদন |
০১:১০ এ.এম | ০৭ অগাস্ট ২০২৩


উৎক্ষেপণের তিন সপ্তাহেরও বেশি সময় পর চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে ভারতের সর্বশেষ মহাকাশ মিশন চন্দ্রযান-৩। শনিবার দেশটির মহাকাশ সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানায়, চন্দ্রযানের অর্থ সংস্কৃতে চাঁদের যান। এটি সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। সবকিছু ঠিকঠাক থাককে চলতি মাসের ২৩ ও ২৪ আগস্টের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুকে স্পর্শ করবে মিশনটি। তারপর চন্দ্রযান থেকে ল্যান্ডার বিক্রম চন্দ্রপৃষ্ঠে অবতরণের চেষ্টা করবে।
চার বছর আগে ঠিক ওই পর্যায়ে এসে ব্যর্থ হয়েছিল ইসরোর ‘চন্দ্রযান-২’। অবতরণের আগে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে এটি যোগাযোগ হারিয়েছিল।
অভিযানটি সফল হলে ভারতের মহাকাশ গবেষণা নতুন মাত্রা পাবে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদে মহাকাশযান সফলভাবে অবতরণ করানোর তালিকায় উঠে আসবে ভারত।

্রিন্ট

আরও সংবদ