খুলনা | মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২

নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শনিবার

খবর বিজ্ঞপ্তি |
১১:৩৯ পি.এম | ৩১ অগাস্ট ২০২৩


নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আগামীকাল শনিবার। বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ওজোপাডিকো লিঃ খুলনার আওতাধীন ১১ কেভি ফিডার সমূহের আওতাভুক্ত এলাকাসমূহে উন্নয়ন কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
সিডিউল অনুযায়ী ১১ কেভি ফিডার সমূহের আওতাধীন এলাকায় আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বন্ধে আওতাভুক্ত এলাকা সমূহ হলো : ১১ কেভি দোলখোলা ফিডারের শান্তিধাম মোড়, পুরাতন সন্ধ্যা বাজার, সাত রাস্তা, দোলখোলা মোড়, শিতলাবাড়ী, মৌলভীপাড়া, টি বি বাউন্ডারী রোড, টুটপাড়া সেন্ট্রাল রোড, লোহার গেট, পূর্ববানিয়াখামার, রাস্তার মাথা ও তদসংলগ্ন আবাসিক এলাকা। 
বাগমারা ফিডার : সিটি মেইন থেকে ময়লাপোতা মোড়, ময়লা মোড় থেকে পুরাতন সন্ধ্যাবাজার, ইকবালনগর মোড় থেকে মুসলমানপাড়া, মুসলমানপাড়া থেকে জাহিদুর রহমান রোড, রায়পাড়া থেকে গফ্ফার মোড়, গফ্ফার মোড় থেকে সোনামনি স্কুল, গফফার মোড় থেকে সুলতান আহমদ রোড, আরাফাত মসজিদ থেকে মিস্ত্রিপাড়া খালপাড় ও তদসংলগ্ন এলাকা। 
টুটপাড়া ফিডার : টুটপাড়া কবরখানা রোড, দারোগারপাড়া, জোড়াকল বাজার, তালতলা হাসপাতাল রোড, টুটপাড়া মেইন রোড, মহিরবাড়ী রোড, বড়খালপাড়, ফরিদ ফেল­ার মোড়, আমতলার মোড়, জাপান বাংলাদেশ হাসপাতাল, পশ্চিম টুটপাড়া মেইন রোড, নূর মসজিদ রোড, হাজী রহমত আলী রোড ও তদসংলগ্ন এলাকা।

্রিন্ট

আরও সংবদ