খুলনা | সোমবার | ০২ অক্টোবর ২০২৩ | ১৭ আশ্বিন ১৪৩০

নবায়নেযাগ্য জ্বালানিতে অর্থায়নের দাবিতে নদীর মধ্যে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৫:৩৭ পি.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৩


বাগেরহাটের মোংলায় নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের দাবিতে পশুর নদীর চরে পানির মধ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জ্বালানি অধিকার সপ্তাহ উপলক্ষে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে মোংলার চিলা বাজার এলাকার সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও ব্রতীর আয়োজনে এই কর্মসুচি পালিত হয়। মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে অংশগ্রহনকারীরা ঘন্টাব্যাপি পশুর নদীর পানির মধ্যে দাড়িয়ে এই কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য দেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র কমলা সরকার, বাপা নেতা গীতিকার মোল­া আল মামুন, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার শেখ রাসেল, মেহেদী হাসান বাবু, তন্বী মন্ডল প্রমূখ।

বক্তারা বলেন, জলবায়ু সংকটের জন্য আমরা দায়ী না। অতিরিক্ত মাত্রায় জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তন আজ অনিবার্য হিসেবে দেখা দিয়েছে। জীবাশ্ম জ্বালানি ক্লিন এনার্জি না। তাই জীবাশ্ম জ্বালানি নীতি পরিহার করে নবায়নযোগ্য জ্বালানি নীতি গ্রহণ করার দাবি জানান বক্তারা।
 

প্রিন্ট

আরও সংবাদ