খুলনা | সোমবার | ০২ অক্টোবর ২০২৩ | ১৭ আশ্বিন ১৪৩০

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

ক্রীড়া প্রতিবেদক |
০১:২২ পি.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৩


বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। ঘরের মাঠে অনুষ্ঠেয় সিরিজের জন্য ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার আসন্ন সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

সোমবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজিল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করার বিষয়টি জানিয়েছে বিসিবি। টাইগার-কিউই লড়াই দেখতে দর্শকদের সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০০ টাকা গুণতে হবে।

আগামী ২১ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। এবার টিকিটের দাম বাড়িয়েছে বিসিবি। আগে যেখানে সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ১০০ টাকা। এবার দাম বাড়িয়ে সর্বনিম্ন ২০০ টাকা করেছে। ইস্টার্ন স্ট্যান্ডের দর্শকরা এই টাকার টিকিটে খেলা উপভোগ করতে পারবেন।

নিউজিল্যান্ড সিরিজে সর্বোচ্চ ১৫০০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে গ্রান্ড স্ট্যান্ডের টিকিটের। এছাড়া ভিআইপি স্ট্যান্ডের টিকিটের দাম ১০০০, ক্লাব হাউস ৫০০ টাকা। নর্থ এবং সাউথ স্ট্যান্ডের টিকিটের জন্য দর্শকদের গুনতে হবে ৩০০ টাকা।

আগামীকাল ১৯ সেপ্টেম্বর থেকে টিকিট কিনতে পারবেন দর্শকরা। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। তবে শর্তসাপেক্ষে ম্যাচের আগের দিন ও ম্যাচ ডেতেও টিকিট পাওয়া যাবে।

এদিকে, নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য সাকিব, মুশফিক, মিরাজ, তাসকিন, হাসান মাহমুদ, শরীফুলদের বিশ্রাম দিয়ে দল ঘোষণা করেছে বিসিবি। লিটন কুমার দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দলও দিয়েছে সংস্থাটি। দীর্ঘদিন পর দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান। তাছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল।

প্রিন্ট

আরও সংবাদ