খুলনা | সোমবার | ০২ অক্টোবর ২০২৩ | ১৭ আশ্বিন ১৪৩০

আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা

ব্যারিস্টার খোকনসহ ১৩ আইনজীবীর আগাম জামিন

খবর প্রতিবেদন |
০৪:১৫ পি.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৩


ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, আইন সম্পাদক কায়সার কামালসহ ১৩ আইনজীবীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৮ সেপ্টেম্বর) এ বিষয়ে আবেদনের শুনানি করে বিচারপতি মো. জাকির হোসেন এবং মো. শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে তাদের নির্ধারিত সময় পর ঢাকা মহানগর দায়রা আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

আগাম জামিন পাওয়া অন্য আইনজীবীরা হলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মোহাম্মদ আলী, মাহবুবুর রহমান খান, দেওয়ান হুমায়ূন কবির রিপন, আল ফয়সাল সিদ্দিকী, মো. কাইয়ুম, মো. শাহাদাত হোসেন আদিল, রাসেল আহমেদ, মহিদুল ইসলাম শিপন, আশরাফ জালাল খান মনন।

সরকারের পদত্যাগের দাবিতে গত ১২ সেপ্টেম্বর দুপুরে ঢাকা আইনজীবী সমিতি থেকে পদযাত্রা বের করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এর নেতৃত্ব দেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। পদযাত্রা কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপিপন্থী আইনজীবীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে।

পুলিশের দাবি, আইনজীবীদের হামলায় তাদের পাঁচ সদস্য আহত হয়েছেন। বাধা পাওয়ার পরও আইনজীবীরা জনসন রোডসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে পদযাত্রা কর্মসূচি শেষ করে।

সংঘর্ষের ঘটনার পর পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ সেপ্টেম্বর রাতেই বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। রাজধানীর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন হাওলাদার বাদী হয়ে মামলাটি করেন।

প্রিন্ট

আরও সংবাদ