খুলনা | সোমবার | ১২ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

বলিউডের পর আরবি ও তুর্কি গানে রানা-তাবীব

খবর বিনোদন |
০২:৪৭ পি.এম | ২৩ সেপ্টেম্বর ২০২৩


কামরাঙ্গীরচরের বস্তি থেকে উঠে আসা র‌্যাপার রানা এবার বলিউডে। খবরটি পুরোনো। নতুন খবর হচ্ছে, বলিউড ছাড়িয়ে এবার আরবি ও তুর্কি ভাষায় গান আসছে রানার। সঙ্গে এবারও আছেন রানার আবিষ্কারক তাবীব মাহমুদ।

তাবীব এ প্রসঙ্গে বলেন, ‘আমরা দুজনই আরবি ভাষা বিষয়ে পড়াশোনা করছি। পাশাপাশি ইংরেজি ভাষা শেখাচ্ছি রানাকে। এখান থেকে আমার মনে হলো ভাষাশিক্ষাকে কাজে লাগানো উচিত। এতে আমরা গান দিয়ে আরও বেশি মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারব। যে কারণে আমরা এখন বাংলার পাশাপাশি আরবি ও তুর্কি ভাষায় প্রথম গান করেছি। গানটির মিউজিক ভিডিও তিন দেশে শুটিং করতে চাই।’

তাবীব-রানার ‘চাপ নাই’ শিরোনামের একটি গান যুক্ত হয়েছে বলিউডের ‘কালা’ ওয়েব সিরিজ। থিম সং হিসেবে ব্যবহৃত হয়েছে গানটি। সিরিজের প্রমোতে শোনা গেছে গানটি। ওটিটি মাধ্যম ডিজনি হটস্টারে প্রকাশিত হয়েছে ‘কালা’।

সিরিজের গল্প এগিয়ে গেছে এক সৎ পুলিশ অফিসারকে নিয়ে। দেখা যায়,একদল সৈনিকের ওপর আকস্মিক আক্রমণে অনেকে নিহত হন। তাদের মধ্যে শুভেন্দ্র মুখার্জি নামে একজন ভাগ্যক্রমে বেঁচে যান। কিন্তু তার বেঁচে যাওয়াটাই কাল হয়ে দাঁড়ায়। দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করা হয় তাকে। তবুও থেমে থাকেন না তিনি। নিজের দেশের জন্য লড়াই চালিয়ে যান। ৩০ বছর পর নতুন নামে সামনে আসেন তিনি।

সিরিজে অভিনয় করেছেন রোহান বিনোদ মেহেরা, অনীল চরণজিৎ, অবিনাশ তেওয়ারিসহ অনেকে। পরিচালনায করেছেন বিজয় নামবিয়ার।

্রিন্ট

আরও সংবদ