খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

কমিটি গঠন, আজ প্রথম বৈঠক

আ’লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়নের আনুষ্ঠানিকতা শুরু

খবর প্রতিবেদন |
০১:৫৯ এ.এম | ২৮ সেপ্টেম্বর ২০২৩


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের নির্বাচনী ইশতেহার প্রণয়নের আনুষ্ঠানিকতা শুরু করেছে আওয়ামী লীগ। এ লক্ষ্যে দলের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে দলের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে আহবায়ক এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদকে সদস্য সচিব করা হয়েছে। 
সেলিম মাহমুদ জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগে এই উপকমিটি গঠন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির প্রথম বৈঠক হবে। সেখানে ইশতেহারের খসড়া বিষয়ে আলোচনা করা হবে।
আগামী নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের অঙ্গীকারে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলাকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন দলের নীতিনির্ধারক নেতারা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও দলীয় ফোরামের একাধিক সভা-সমাবেশে এমনটা জানিয়েছেন। 

্রিন্ট

আরও সংবদ