খুলনা | সোমবার | ১২ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

নড়াইলে মানহানি মামলায় জামিন পেলেন গয়েশ্বর

নড়াইল প্রতিনিধি |
০২:১২ এ.এম | ২৮ সেপ্টেম্বর ২০২৩


নড়াইলে দায়ের করা একটি মানহানি মামলায় জামিন পেলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার দুপুরে নড়াইল আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এ জামিন আদেশ দেন। এ সময় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় আদালতে উপস্থিত ছিলেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেন, আদালতের পাবলিক প্রসিকিউটার পিপি এড. ইমদাদুল ইসলাম এমদাদ।
এর আগে গয়েশ্বর চন্দ্র রায়ের আগমন উপলক্ষে গতকাল সকাল থেকে আদালত চত্বরে বিএনপি’র নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৫ ডিসেম্বর বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকায় তার দলের এক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে বলেন, তারা নির্বোধের মত মারা গেল, আমাদের মত নির্বোধরা প্রতিদিন শহিদ বুদ্ধিজীবী হিসেবে ফুল দেয়, না গেলে আবার পাপ হয়। তার এই বক্তব্য বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার হয়। এ অভিযোগে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নামে শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ আশিক বিল­াহ ওই বছরের, ২৯ ডিসেম্বর নড়াইলের আমলী আদালতে ১ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।
 

্রিন্ট

আরও সংবদ