খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২৪ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৩


যশোরের নির্মাণাধীন বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ন’টার দিকে শহরের শংকরপুর এলাকার ছোটনের মোড়ে।
নিহত ব্যক্তির নাম মশিয়ার রহমান (৫৩)। আহত ব্যক্তি হলেন রবি মোল­া (৪৫)। দু’জনেই নির্মাণ শ্রমিক। তাদের বাড়ি শংকরপুরে।
এলাকাবাসী জানিয়েছে, বাড়ির ছাদ ঢালাইয়ের জন্য নির্মাণ শ্রমিকরা রডের কাজ করছিল। এ সময় রাস্তার পাশ দিয়ে যাওয়া তারে ভিকটিমদ্বয় বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মশিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন।
অপর আহত রবিকে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
 

্রিন্ট

আরও সংবদ