খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

ডুমুরিয়ায় তালার ইউপি সদস্যসহ ৪ চাঁদাবাজ আটক

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:২৫ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৩


ডুমুরিয়ায় চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে তালার এক ইউপি সদস্যসহ ৪ চাঁদাবাজ। গত বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার গোলাপদহা এলাকা থেকে তাদের কে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে উপজেলার শোভনা এলাকার প্রান্ত কুমার সরদার ও শান্ত সরদার  মোটরসাইকেল যোগে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় ঘটনাস্থল গোলাপদহা নামক স্থানে পৌঁছালে ওৎ পেতে থাকা চাঁদাবাজরা তাদের গতিরোধ করে দু’জনকে তুলে পার্শ্ববর্তী বজলুর মৎস্য ঘেরে নিয়ে যায় এবং প্রথমেই তাদের কাছে থাকা  টাকা পয়সা ছিনিয়ে নেয়। এরপর প্রান্ত সরদার কে তার নিজ মোবাইল ফোন দিয়ে মায়ের কাছে ফোন করিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ওই চক্র। প্রান্ত সরদারের মা ওই রাতে ফোন পেয়ে হতাশ হয়ে পড়ে এবং বিষয়টি পুলিশকে জানায়। তাৎক্ষণিক পুলিশ ছদ্মবেশে প্রান্ত’র মাকে সাথে নিয়ে মুক্তিপণ দেয়ার নামে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই চক্রের ৪ চাঁদাবাজ কে আটক করে এবং তাদের নিকট থেকে ছিনিয়ে নেয়া ১৯ হাজার ৪শ’ টাকা, একটি মোবাইল ফোন ও একটি মটরসাইকেল জব্দ করে। আটককৃতরা হলো তালা থানার হাজরাকাটি এলাকার আঃ জলিল গাজীর ছেলে ইউপি সদস্য সেলিম হোসেন (৪০), একই এলাকার মোসলেম শেখের ছেলে তুহিন শেখ (৩০), নাসির তালুকদারের ছেলে রিয়াজ উদ্দিন (২৩) ও লিয়াকত মোল­ার ছেলে রাহুল মোল­া (২১)। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন,এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে

্রিন্ট

আরও সংবদ