খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক |
০১:৩১ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৩


ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে খুলনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপিত হয়েছে গত বৃহস্পতিবার। নানা কর্মসূচির আয়োজন করে বিভিন্ন রাজিৈনতক দল, বিশ্বদ্যিালয়, প্রতিষ্ঠান ও সংগঠন। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রেরিত রিপোর্ট।
মহানগর আ’লীগ : হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ)-এর জন্মদিবস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গত বৃহস্পতিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আ’লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। 
তিনি বলেন, হযরত মুহাম্মদের (সাঃ) সুমহান আদর্শ ও সুন্নাহ অনুসরণের মধ্যেই মানব জীবনের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হজরত মুহাম্মদের (সাঃ) সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয় এবং এর মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। 
মহানগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন মহানগর আ’লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও মুখ্য আলোচক হিসেবে হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ)-এর জীবনের উপর আলোচনা করেন খুলনা সরকারী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আ খ ম জাকারিয়া।  
নগর আ’লীগ দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা মলি­ক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এড. রজব আলী সরদার, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, আবুল কালাম আজাদ কামাল, শেখ ফারুক হাসান হিটলু, কামরুল ইসলাম বাবলু, অধ্যাপক রুনু ইকবাল বিথার, তসলিম আহমেদ আশা, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, শেখ মোঃ দাউদ হায়দার, শেখ আবিদ উল­াহ, শেখ জাহিদুল হক, মোঃ শাহাবুদ্দিন, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, মোঃ ফায়েজুল ইসলাম টিটো, শেখ মোঃ রুহুল আমিন, শেখ এশারুল হক, মুন্সি মোঃ সেলিম, মুন্সি মোত্তালিব মিয়া, রনজিত কুমার ঘোষ, এড. এ কে এম শাহজাহান কচি, সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, এম এ নাসিম, এড. শামীম আহমেদ পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল, শেখ নজিবুল ইসলাম নজিব, পারভিন ইলিয়াছ, নূরিনা রহমান বিউটি, নুর জাহান রুমি, আঞ্জুমনোয়ারা বেগম, নাছরিন ইসলাম তন্দ্রা, পারভিন হাসমত, রেখা খানম, মাকসুদা খানম পাখি, সাহিনুর বেগম, কোহিনুর বেগম, কাউন্সিলর রোজী ইসলাম নদী, মলি­ক নওশের আলী, কবির পাঠান, ইলিয়াছ হোসেন লাবুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা আ’লীগ : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে বাদ আসর অনুষ্ঠিত হয়।  এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা শেখ হারুনুর রশীদ, সাধারণ-সম্পাদক এড. সুজিত অধিকারী, এড. কাজী বাদশা মিয়া, এ এফ এম মাকসুদুর রহমান, এড. রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বিএমএ ছালাম, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, জোবায়ের আহম্মেদ খান জবা, শেখ মোঃ রকিবুুল ইসলাম লাবু, মোজাফফর মোল­া, মোখলেসুর রহমান বাবলু, খায়রুল ইসলাম, সাঈয়েদুজ্জামান সম্রাট, শিউলি সরোয়ার, মোঃ আজগর বিশ্বাস তারা, জামিল খান, জেলা তাঁতী লীগের সভাপতি হাজী সাইফুল ইসলাম খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসাইন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন শিউলি, যুবলীগ নেতা সর্দার জাকির হোসেন, বিধান রায়, চিশতী নাজমুল বাশার সম্রাট, পলাশ রায়, সাইফুল ইসলাম সাইফ, দীপ পান্ডে বিশ প্রমুখ।
নগর স্বেচ্ছাসেবক লীগ : পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গত বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে নগর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সিটি মেয়র ও নগর আ’লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মাসুম বিল­াহ, কাজী ইউসুফ আলী মন্টু, ইসরাফুল জামান খান শাকিল, মীর রবিউল আলম, বায়জিদ হোসেন, মোঃ তাজমুল হক তাজু, এস এম আসিফ ইকবাল সবুজ, রফিকুর রহমান মারুফ, মোঃ হুমায়ুুন শিকদার, লিটন মাহমুদ, রবীন্দ্রনাথ ধর, মোঃ জিলহাজ হাওলাদার, মোঃ রিপনুজ্জামান রিপন, মোঃ মোজাহার হোসেন, মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ আসাদুজ্জামান লিপন, মোঃ ইমরান হাওলাদার, গোলাম রাবক্ষানী মামুন, ত্রাণ ও মোঃ ফরহাদ হোসেন,  ইঞ্জিনিয়ার মোঃ ইসমাইল সুমন, শেখ মোস্তাফিজুর রহমান বাদল, মোঃ শুকুর আসলাম শ্রাবণ, মোঃ খান আজিম হিজল, সাইদুর রহমান মফিজ, মশিউর রহমান, মোঃ ইমরান হোসেন সাগর, খান মোসাদ্দেক হোসেন ইমন, রফিকুল ইসলাম খান, মোঃ জাকির হোসেন খোকন, মোঃ শাহরিয়ান নেওয়াজ রাবিক্ষ, মোঃ রবিউল ইসলাম প্রিন্স, আবিদ আল হাসান, হামিদা বেগম, রেয়াজাদ হোসেন জন, মাঃ আকরাম হোসেন, গোলাম মাওলা টিংকু, জাহিদুল ইসলাম জাহিদ, মোঃ শফিকুল ইসলাম অভি, ফাহিদ হোসেন ঐশ্বর্য, মোঃ মাসুদ রানা, মোঃ হেলাল খান, মোঃ কবির হোসেন, মোঃ ইমরান গাজী, ফয়সাল হোসেন, মোঃ রাজু শেখ, শহিদুল ইসলাম, এ কে এম জান্নাতুল ফেরদৌস রুপম, ইঞ্জিনিয়ার মোঃ হাফিজুর রহমান, মোঃ নাসির শেখ, মোঃ মারুফ হোসেন, শহিদুল ইসলাম রিপন, শামীম হাওলাদার, নিয়াজ মোরশেদ সৈকত, নূর আলম সজিব, ইব্রাহিম হোসেন আরজু, আফরোজ আহসান, মোঃ সালাউদ্দিন মুন্সি প্রমুখ।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি : ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। বিশ^বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ড. মোঃ রউফ বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল। আলোচনায় অংশ নেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মরিয়ম আকতার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও প্রকল্প পরিচালক মোঃ রেজাউল আলম। উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের সহকারি প্রক্টরবৃন্দ, শিক্ষকমন্ডলী,  শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ^বিদ্যালয়ের জন সংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিনা অছিকুর রহমান দোলন। 
আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ ও জেলা : ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের সম্মেলন কক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন মোঃ সাইফুদ্দিন জেলা কমান্ড্যান্ট খুলনা। এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম, সার্কেল এ্যাডজুট্যান্ট নাহিদা আক্তার। এদিন বাদ আসর রেঞ্জ কার্যালয়ের মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া করা হয়। জেলা কমান্ড্যান্ট মোঃ সাইফুদ্দিন, রেঞ্জের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মাদ মিরাজুল ইসলাম খাঁনসহ খুলনা রেঞ্জ ও জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ায় অংশগ্রহণ করেন।
খুলনা প্রেসক্লাব : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পূর্বে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। দোয়া পরিচালনা করেন খুলনা প্রেস ক্লাবের ইমাম মোঃ ইফসুফ হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, মোঃ জাহিদুল ইসলাম, মাহবুবুর রহমান মুন্না, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, সুনীল কুমার দাস, শেখ মাহমুদ হাসান সোহেল, মোঃ আব্দুল হালিম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, মোঃ হুমায়ুন কবীর, দেবব্রত রায়, শেখ কামরুল আহসান, শেখ হারুন অর রশিদ, নূর হাসান জনি, নুর ইসলাম রকি, শেখ আব্দুল হামিদ, শেখ জাহিদুল ইসলাম, এজাজ আলী, আশরাফুল ইসলাম নূর, তিতাস চক্রবর্তী, শশাংক স্বর্ণকার, একরামুল হোসেন লিপু, সাংবাদিক ফকির গোলাম রসুল, মোঃ জাহাঙ্গীর আলম রায়হান, দিলরুবা ইয়াসমিন প্রমুখ। 
ইঞ্জিনিয়ার্স ইনসিটটিউশন বাংলাদেশ (আইইবি) : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সংগঠনের খুলনা কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৫টায় সোনাডাঙ্গাস্থ আইইবি ভবনে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর জীবনাদর্শের উপর আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। আইইবি খুলনা কেন্দ্রের চেয়ারম্যান প্রফেসর ড. প্রকৌশলী সোবহান মিয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। আলোচনা সভা করেন ভাইস-চেয়ারম্যান (এ এন্ড এইচ আরডি) প্রফেসর ড. প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মোঃ আব্দুল­াহ্ পিইঞ্জ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী খন্দকার মাহফুজ-উদ-দারাইন, প্রকৌশলী সৈয়দ কামরুল ইসলাম, প্রকৌশলী নিবিড় মন্ডল, প্রকৌশলী শেখ মওদুদুল হক , প্রকৌশলী শেখ মারুফুল হক। আলোচনা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
খুলনা মহানগর ও জেলা জাপা : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দলীয় কার্যালয়ে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। পাটির্র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা সভাপতি শফিকুল ইসলাম মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন পার্টি জেলা সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, নগর সাধারণ সম্পাদক আব্দুল­াহ আল মামুন, শেখ সাদি, তৈমুর হোসেন শাহিন, শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন। দোয় পরিচালনা করেন জাপা নগর সহ-সভাপতি অধ্যাপক গাউসুল আযম। উপস্থিত ছিলেন নগর যুব সংহতির আহক্ষায়ক শেখ মোঃ তোবারেক হোসেন তপু, শাহজাহান আলী সাজু, শেখ আব্দুল আজিজ, জাপা নেতা কাজী হাসানুর রশীদ রাসেল, প্রিন্স হোসেন কালু, গাজী খোকন, এজাজ আহমেদ, কাজী শহিদুল কাদির উৎসব, শফিকুল ইসলাম বাচ্চু, ফরিদা ইয়াসমিন, এস এম আনিসুর রহমান, শহিদ হাওলাদার, অপূর্ব দত্ত নেকু, মাজহার জোয়ার্দার পান, বাবুল হাসান রাজু, মন্টু হাওলাদার, থানা যুব সংহতির সভাপতি আব্দুস সালাম, সাকিল আহমেদ লাল, হাফিজুর রহমান বাবলু বিশ্বাস, আলী হায়দার প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ