খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

১০ বছর ধরে বকেয়া পাওনা না পেয়ে মহসেন জুট মিলের জমি দখলে শ্রমিক-কর্মচারীরা

খানজাহান আলী থানা প্রতিনিধি |
০১:৪০ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৩


খুলনার শিরোমনি শিল্প এলাকার মহসেন জুট মিলের ৩৬৫ জন শ্রমিক-কর্মচারীদের মালিক পক্ষের নিকট সোয়া ১০ কোটি টাকা পাওনার দাবিতে মিলের জমি দখল করেছে। শ্রমিক-কর্মচারীরা দীর্ঘ ১০ বছর ধরে তাদের পিএফ, গ্রাচ্যুইটিসহ চূড়ান্ত বকেয়া পাওনা না পেয়ে গতকাল শুক্রবার সন্ধায় মিছিল সহকারে শ্রমিক কর্মচারীরা মিলের শ্রমিক কলোনির জমিতে সাইনবোর্ড লাগিয়ে জমি দখল করে। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গাফ্ফার ফুড মোড়ে বিকেল ৪টায় শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। 
খুলনার আটরা মিরেরডাঙ্গা শিল্প এলাকার ব্যক্তি মালিকানাধীন মহসেন, সোনালী, এ্যাজাক্স, আফিল, জুট স্পিনার্স সহসকল কলকারখানা মালিকের নিকট শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্রাচ্যুইটিসহ সকলবকেয়া পাওনা শ্রম আইন মোতাবেক পরিশোধের দাবিতে এর আগে ৬ দিনের কর্মসূচি ঘোষণা করে বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন। 
কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২ অক্টোবর সোমবার খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তরে সামনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনশন কর্মসূচি, ৫ অক্টোবর আফিল জুট মিলের শ্রমিকদের চূড়ান্ত পাওনার হিসাব শ্রম দপ্তরে প্রেরণ এবং শ্রম আইন মোতাবেক টাকা না দেওয়ায় মিলের প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা। আগামী ৬ অক্টোবর ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা এবং জনসভা শেষে এ্যাজাক্স মিলের জমি দখল করবেন শ্রমিকরা। ৮ অক্টোবর রবিবার সকাল ১০টায় জুট স্পিনার্স মিলের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি ও ৯ অক্টোবর সোমবার সকাল ১০টায় ঢাকা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবেন শ্রমিকরা।  
বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল  শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল­াহ তারেকের পরিচালনায় শ্রমিক জনসভায় বক্তৃতা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দিন, ইজ্ঞিল কাজী,  লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, মোঃ নিজামউদ্দীন, মোঃ শহিদুল ইসলাম, আবুল কালাম, আফিলউদ্দিন, কাশেম, ইসমাইল হোসেন ইমন প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ