খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

নানা আয়োজনে খুলনায় শেখ হাসিনার জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৬ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৩


গত ২৮ সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন। এ উপলেক্ষ খুলনার বিভিন্ন সংগঠন ও প্রতিষ্টান নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠেনের প্রেরিত রিপোর্ট।
সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ : জন্মদিন উপলক্ষে ২০নং ওয়ার্ড আ’লীগ কার্যালয়ে বিশেষ দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন নগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক। সোনাডাঙ্গা থানা আ’লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশার পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আ’লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সহ-সভাপতি মলি­ক আবিদ হোসেন কবীর ও উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মফিদুল ইসলাম টুটুল। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আবুল কালাম আজাদ কামাল, মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, মোঃ আমির হোসেন, মোঃ মোক্তার হোসেন, আকবর আলী মাতুবক্ষর, তোতা মিয়া ব্যাপারী, চ ম মুজিবর রহমান, শেখ জাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, নুর ইসলাম, ইউসুফ আলী খান, মোঃ মুন্সি মোত্তালিব মিয়া, মীর মোঃ লিটন, সরদার আব্দুল হালিম, শেখ মোঃ রুহুল আমীন, কাউন্সিলর মাহমুদা বেগম, নুর জাহান রুমি, নূরিনা রহমান বিউটি, মেহজাবিন খানসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 
খুলনা বিশ^বিদ্যালয়: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের উপাচার্যের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।  রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সঞ্চালনায় সভায় আরও বক্তৃতা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী, আইন ডিসিপ্লিন প্রধান তালুকদার রাসেল মাহমুদ, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী, অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, কর্মচারীদের পক্ষে পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট মোঃ জয়নাল ফরাজী। এ সময় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. অনুপম কুমার বৈরাগী, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহাসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 
এর আগে বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদের সম্মুখে দেশীয় শিমুল গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পরে বাদ জুম্মা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া এবং মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: জন্মদিন উপলক্ষে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। এ সময় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকগণ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, প্রভোস্টগণ, পরিচালকগণ, দপ্তর প্রধানগণসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি : জন্মদিন উপলক্ষে কেক কাটা ও  দোয়া অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত কেক কাটা ও দোয়ায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল। অন্যান্যের মধ্যে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ড. মোঃ রউফ বিশ্বাস, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মরিয়ম আকতার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর মোঃ ইনজামাম-উল হোসেন, সহকারি প্রক্টরবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ^বিদ্যালয়ের জন সংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিনা অছিকুর রহমান দোলন। পরে দেশরতœ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল মুমীন নোমানী।
খুলনা জেলা কৃষক লীগ : জন্মদিন উপলক্ষে খুলনা জেলা কৃষক লীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোক। জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি খান খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সদস্য আব্দুল মান্নান খান মনা, রূপসা উপজেলা সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান আরমান মিয়া। বক্তৃতা করেন আইচগাতী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কৃষক লীগ নেতা মোঃ তারেকুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, মোঃ আনোয়ার, মোঃ মনা হাওলাদার, মোঃ লালু হাওলাদার, আজিজুর রহমান টুকু, আবদুললাহ হীল হাদী, মোঃ সুমন, আলী আকবর, মোঃ আশিক, মোঃ শামীম, মোঃ নয়ন, মোঃ মেহেদী হাসান, মোঃ শান্ত, মোঃ মিরাজ হোসেন প্রমুখ। 
খুলনা সাংবাদিক ইউনিয়ন: জন্মদিন উপলক্ষে আলোচনা, দোয়া ও কেক কাটার মাধ্যমে জন্মদিন উদ্যাপন করেছে সংগঠনটি। শুক্রবার সকাল ১০টায় ইউনিয়নের উদ্যোগে প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা করা হয়। পরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয় ও কেক কাটা হয়।
কেইউজে’র সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেইউজের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, বিএফইউজের নির্বাহী সদস্য হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার। এ সময় অনুষ্ঠানে বক্তৃতা করেন দিলিপ বর্মণ, এস এম মনিরুজ্জামান, আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম, সাংবাদিক এস এম নূর হাসান জনি, দিলরুবা ইয়াসমিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ সেলিম, দেবব্রত রায়, বাহারুল ইসলাম, মেহেদী মাসুদ খান, আব্দুস সাত্তার, সাগর সরকার, রীতা রানী দাস, হাসানুর রহমান তানজির, রিংটন মন্ডল, ইবনুল হাসান, মুকুল রঞ্জন রায়, মেহেদী হাসান, পলাশ চন্দ্র ঢালি, আমিরুল ইসলাম বাবু, একরামুল কবির লিপু, ফকির গোলাম রসুল, জাহাঙ্গীর আলম রায়হান, মোঃ মিজানুর রহমান, উজ্জল রায়, রায়হান মোল­া, ইলিয়াস হোসেন লাবু, বিধান চন্দ্র রায়, মিরাজুল হক, ইবনুল হাসান, মোস্তাফিজুর রহমান, বেনজীর হোসেন, শশাংক স্বর্ণকার প্রমুখ।
প্রতিটি ওয়ার্ডে নগর যুবলীগের দোয়া : পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে বিভিন্ন কর্মসূচি পালন করে সংগঠনটি । কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দোয়া অনুষ্ঠান ও মিলাদ করেছে সংগঠণটি। 
গত বৃহস্পতিবার প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও দোয়ায় উক্ত ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম-আহবায়কবৃন্দ এবং উক্ত ওয়ার্ডে বসবাসরত থানা ও নগর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রূপসায় যুবলীগ নেতা পলাশের বস্ত্র বিতরণ : জন্মদিন উপলক্ষে গতকাল শুক্রবার সকাল দশটায় রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সেনের বাজার এলাকায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৪-আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী নগর যুবলীগ সভাপতি সফিকুর রহমান পলাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত শেষে নিজস্ব অর্থায়নে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন।  
ওয়ার্ড আ’লীগের সভাপতি সন্তোষ সাহার সভাপতিত্বে এবং এড. মনি শংকর নাগের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এড. কাজী আব্দুল আহাদ,আ’লীগ নেতা আলমগীর মলি­ক, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিলন, ইউনিয়ন আ’লীগ নেতা ওসিকার রহমান, হাবিবুর রহমান, হাফিজুর রহমান, যুবলীগ নেতা জামাল ফকির, পলাশ মন্ডল, পিন্টু মলি­ক, মেজবাবুর রহমান, লিটন বিশ্বাস খোকন, এসএম মাহিরুল হক, লিপন প্রমুখ।
আইইবি খুলনা কেন্দ্র : জন্মবার্ষিকী উপলক্ষে আইইবি খুলনা কেন্দ্রের উদ্যোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইইবি খুলনা কেন্দ্রের চেয়ারম্যান  প্রফেসর ড. প্রকৌশলী সোবহান মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান (এ এন্ড এইচ আরডি) প্রফেসর ড. প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মোঃ আব্দুল­াহ্ পিইঞ্জ, কাউন্সিল সদস্য প্রকৌশলী খন্দকার মাহফুজ-উদ-দারাইন, প্রকৌশলী সৈয়দ কামরুল ইসলাম, প্রকৌশলী নিবিড় মন্ডল, প্রকৌশলী শেখ মওদুদুল হক, প্রকৌশলী শেখ মারুফুল হক, অত্র কেন্দ্রের উলে­খযোগ্য সংখ্যক প্রকৌশলী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করে তোলেন। 
অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্র“প : জন্মদিনে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়ে নৌ-পরিবহন মালিক গ্র“পের সভাকক্ষে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
কেক কাটা ও দোয়া পরিচালনা করেন গ্র“পের মহাসচিব ওয়াহিদুজ্জামান খান পল্টু। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্র“পের সিনিয়ার সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল, যুগ্ম-মহাসচিব মোঃ হাফিজুল ইসলাম চন্দন ও মোঃ কাজী গোলাম ফারুক, কোষাধ্যক্ষ চৌধুরী মিনহাজ উজ জামান সজল, পরিচালক এস, এম আকবার হোসেন, মোঃ খুরশিদ আলম কাগজি মিন্টু, মোঃ আব্দুল গফ্ফার, মোঃ জাহাঙ্গীর হোসেন খান, মোঃ বাদশা হাওলাদার, বাবু সনজিব দাস, বাবু অসীম কুমার সোম, এস এম রফিকুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, মোঃ শাহ আলম তুহিন, মোঃ ইকবাল হোসেন বাদল, বাবু উজ্জ্বল গাঙ্গুলী, ইলিয়াস হোসেন লাবু।  বটিয়াঘাটায় দোয়া ও কেক কাটা : বটিয়াঘাটার ১নং জলমা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সংলগ্ন হযরত বুড়ো  মৌলভী (রঃ) দরগাহ শরীফ মসজিদ সম্মুখে, প্রধানমন্ত্রী  শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ূ ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর বিকেল ৫টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শতাধিক জনগণ ও মাদ্রাসা ছাত্রদের মাঝে তবারক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে আলোচনা ও তরারক বিতরণ করেন খুলনা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল। এ সময় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মেজবাহ উদ্দিন, ইউপি সদস্য  ফেরদৌস মলি­ক, যুবলীগ নেতা নাইম ফারহান, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন ইমু, মৎস্যজীবী লীগ কর্মী শেখ হাসান, যুবলীগ কর্মী আব্দুল­াহ, আবু জহির রায়হান, ইউসুফ শেখ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
মহিলা শ্রমিক লীগ : জন্মদিন পালন করেছে মহিলা শ্রমিক লীগ। এসময়ে উপস্থিত ছিলেন নগর মহিলা শ্রমিক লীগের সভাপতি নাসরীন আখতার, সাধারণ সম্পাদক মাসুমা আক্তার রানী,  জাহানারা, আকলিমা, ঝুমুর, খাদিজা, বকুল, সাথি রানী, পারভিন আক্তার, সেলিনা নাছরিন, কনিকা, ছোঁয়া, পারুল, কোহিনুর, অর্চনা, লক্ষীরানী, মজিনা, শিরীন, নাহার, রোজিনা, কনা, রতœা প্রমুখ। 
খানজাহান আলী থানা আ’লীগ : জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার মাগরিব বাদ  ফুলবাড়ীগেট থানা আ’লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান। সভা পরিচালনা করেন ২নং ওয়াডের্র কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল। সভায় উপস্থিত ছিলেন নগর আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, আঃ জলিল হাওলাদার, শেখ কামাল হোসেন, সেলিম রোজা, শাহজাহান হাওলাদার, জাকারিয়া রিপন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান শিখদার, মোস্তফা কামাল, মুক্তা বেগম প্রমুখ।
৩৪নং ওয়ার্ড আ’লীগ: জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ৩৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, পরিচালনা করেন সাধারণ সম্পাদক খ ম লিয়াকত আলী। এ সময় উপস্থিত ছিলেন শেখ আব্বাস উদ্দিন, শেখ জাকির হোসেন, মনিলাল মাস্টার, মীর সিরাজুল ইসলাম, খান মোস্তাক, শেখ হাবিবুর রহমান, আজাদুর রহমান হিরক, শেখ ইমাদুল ইসলাম, শেখ শাহিদুল ইসলাম, শেখ শামীম, গাজী সুমন প্রমুখ।
খানজাহান আলী থানা তাঁতী লীগ : জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার মাগরিব বাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁতী লীগের আহবায়ক সেলিম চৌধুরী। সদস্য সচিব মাহিউদ্দিন টেক্কার পরিচালনায় উপস্থিত ছিলেন হায়দার খান, ইরানি পারভীন, ইউসুফ আলী, মারুফ মোড়ল, জাহিদ বিশ^াস, শেখ ইমরান, মোঃ শরিফ, জাকির হোসেন, মোঃ পলাশ, হাবিব শেখ প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ