খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

গদির লোভে সরকার জনগণের কথা ভুলে গেছে : জি এম কাদের

খবর প্রতিবেদন |
০১:৩০ এ.এম | ০১ অক্টোবর ২০২৩


গদির লোভে সরকার দেশের মানুষের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
তিনি বলেন, বাজার ব্যবস্থাপনায় ব্যর্থতার নিকৃষ্ট রেকর্ড করেছে সরকার। গদি টিকিয়ে রাখতে সরকার যতটা মরিয়া হয়ে উঠেছে, তার অর্ধেক সচেতন হলেও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারতো না। শনিবার এক বিবৃতিতে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
জিএম কাদের আরও বলেন, সরকার মানুষের কষ্ট বোঝে না। বাজার ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতার সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চায় দেশের মানুষ। দেশের মানুষের কাছে নিত্যপণ্যের বাজার যেন মূর্তিমান আতঙ্ক।
বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, স¤প্রতি ডিম, পেঁয়াজ ও আলুর দাম নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু একদিনও সরকারের বেঁধে দেওয়া মূল্যে পণ্য বিক্রি করেনি খুচরা বিক্রেতারা।
প্রশ্ন রেখে জি এম কাদের বলেন, কারা এবং কেন পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে? সরকার তাদের ধরতে পারছে না কেন? মজুতদার ও অসাধু সিন্ডিকেটের কাছে সরকার কি জিম্মি?
অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের দৌরাত্ম্য নির্মূল করে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহŸান জানান জাপা চেয়ারম্যান।
 

্রিন্ট

আরও সংবদ