খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ আজ ইংল্যান্ডের মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক |
১২:১৮ এ.এম | ০২ অক্টোবর ২০২৩


আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের জমজমাট লড়াই। বিশ্বকাপের অংশগ্রহণকারী দলগুলো এখন গা গরমের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ব্যস্ত। বাংলাদেশ আজ সোমবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মোকাবিলা করবে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ভারতের গুয়াহাটিতে ম্যাচটি মাঠে গড়াবে। এর আগে, বাংলাদেশ তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে ১৯৯৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে বেশ সহজেই ৭ উইকেটে পরাজিত করে।
গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচে টপ অর্ডারের তিন ব্যাটার তানজিদ হাসান, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের হাফ-সেঞ্চুরিতে সাফল্য পায় বাংলাদেশ। টস জেতা শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ২৬৪ রানের টার্গেট ৮ ওভার বাকী রেখেই স্পর্শ করে ফেলে টাইগাররা। তানজিদ ৮৪, লিটন ৬১ ও মিরাজ অপরাজিত ৬৭ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে মাহেদি হাসান ৩৬ রানে ৩টি, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মিরাজ ১টি করে উইকেট লাভন করেন।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে প্রথম ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ ও ইংল্যান্ড ওয়ানডে ক্রিকেটে পরস্পরের মোকাবিলা করেছে ২৪ বার। এরমধ্যে ইংল্যান্ড ১৯ বার আর বাংলাদেশ ৫ বার জয়লাভ করে। 
দুদলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০০০ সালের ৫ অক্টোবর কেনিয়ার রাজধানী নাইরোবিতে। তাতে ইংল্যান্ড জিতেছিল ৮ উইকেটের ব্যবধানে। সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হয় চলতি বছরের ৬ মার্চ বাংলাদেশের চট্টগ্রামে। সেই ম্যাচে বাংলাদেশ জয়লাভ করে ৫০ রানে। তবে সোমবারের ম্যাচটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ হলেও এটা আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না। তাই এই ম্যাচের জয়-পরাজয়ের কোনো প্রভাব ফেলবে না বিশ্বকাপ কিংবা আইসিসির র‌্যাংকিংয়ে।
 

্রিন্ট

আরও সংবদ